For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চবিত্তদের মধ্যে কারা, কীভাবে পাবেন সংরক্ষণের সুবিধা! জানুন একনজরে

মঙ্গলবার শেষ হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে এদিন উচ্চবর্ণের সংরক্ষণের আইনে সিলমোহর দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার শেষ হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে এদিন উচ্চবর্ণের সংরক্ষণের আইনে সিলমোহর দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে সংসদে বিলটি পাশ করানো যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিলের ফলে উচ্চশ্রেণির গরিব মানুষরা লাভবান হবেন বলেই কেন্দ্র দাবি করেছে। সাধারণ শ্রেণির জন্য সেভাবে কোনও সংরক্ষণ ছিল না। এবার লোকসভা ভোটের আগে সেই ব্যবস্থাও মোদী সরকার করে দিল। একনজরে দেখে নেওয়া যাক, কোন শর্তের মধ্যে পড়লে তবেই সরকারি চাকরি ও শিক্ষায় কেন্দ্রীয় সুবিধা পাওয়া যাবে।

উচ্চবিত্তদের মধ্যে কারা, কীভাবে পাবেন সংরক্ষণের সুবিধা

কারা পাবেন সুবিধা?

  • কৃষি জমি যাদের ৫ একরের কম রয়েছে।
  • বসবাসের জায়গা বা সম্পত্তি যাদের ১ হাজার স্কোয়ার ফুটের কম রয়েছে।
  • রেসিডেন্সিয়াল প্লট যাদের ৩০০ ফুটের কম রয়েছে নোটিফায়েড পুর এলাকায়।
  • রেসিডেন্সিয়াল প্লট যাদের ৬০০ ফুটের কম রয়েছে নন নোটিফায়েড মিউনিসিপ্যাল এলাকায়।
  • বার্ষিক রোজগার ৮ লক্ষ টাকার কম হলেই এই সুবিধা পাওয়া যাবে।
English summary
Who will be benefitted by the centres new reservation rule for upper castes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X