For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামারীর অবসান ঘোষণা কবে? মানদণ্ডই বা কী, আলোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

পৃথিবী জুড়েই করোনা (coronavirus) মহামারীর (pandemic) প্রকোপ এখন অনেকটাই কম। সেই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (world health organisation) জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাবছেন কীভাবে আর কখন করোনা মহামারীর শেষ ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

পৃথিবী জুড়েই করোনা (coronavirus) মহামারীর (pandemic) প্রকোপ এখন অনেকটাই কম। সেই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (world health organisation) জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাবছেন কীভাবে আর কখন করোনা মহামারীর শেষ ঘোষণা করা হবে। তবে এখনই এই ধরনের ঘোষণার কথা বিবেচনা করা হচ্ছে না বলেও জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

মহামারীর অবসান ঘোষণা কবে? মানদণ্ডই বা কী, আলোচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থায়

উৎপত্তিস্থল চিনে ফের নতুন করে করোনার সংক্রমণের কারণে বেশ কিছু জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে বিশ্বের অন্য কোথাও তেমন কোনও বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে ২০২০-র ৩০ জানুয়ারি আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তা শেষের সিগন্যাল কীভাবে হবে, তা নিয়ে এখন আলোচনা করছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। তবে এর জন্য একটি প্রয়োজনীয় মানজণ্ডের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন দেশের মতো ভারতেও করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মাস্কিং এবং কোয়ারেন্টাইনের বিধি শিথিল করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে সারা বিশ্বে গত সপ্তাহে এককোটি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গবেষকরা সতর্ক করে বলেছেন, সারা বিশ্বে করোনা হ্রাস পেলেও, এই রোগটি এখন ম্যালেরিয়া এবং যক্ষার মতো স্থানীয় রোগ হিসেবে থেকে যাবে এবং প্রতি বছর হাজার হাজার লোকের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আর নতুন আর বিপজ্জনক কোনও স্ট্রেনের আক্রমণ অপ্রত্যাশিত বলেও মনে করা হচ্ছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের সংক্রমণ শেষ, তা ঘোষণা করা যাবে না। কারণ তা বাস্তুতন্ত্রের অংশ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। এর শক্তি কমলেও, তাতে মানুষ সংক্রমিত হবেন এবং মৃত্যুও হবে অনেকের।

কোনও পদত্যাগ নয়, কংগ্রেস সভাপতি সনিয়াই! সিডব্লুসি বৈঠকে সিদ্ধান্তকোনও পদত্যাগ নয়, কংগ্রেস সভাপতি সনিয়াই! সিডব্লুসি বৈঠকে সিদ্ধান্ত

English summary
Who's public health experts discussing how and when to call an end of Covid 19 Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X