For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কে কত সম্পদের মালিক জানেন? মুকেশ আম্বানি কত নম্বরে?

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কে কত সম্পদের মালিক জানেন? মুকেশ আম্বানি কত নম্বরে?

  • |
Google Oneindia Bengali News

করোনাকালেই সবথেকে বেশি ফুলেফেঁপে উঠেছিল রিলায়েন্স গোষ্ঠীর সম্মত্তি। গত শুক্রবার রিলায়্যান্স গোষ্ঠীর শেয়ার দর একলাফে অনেকটাই বাড়তে দেখা যায়। প্রায় ৩৭০ কোটি ডলার মুনাফা করে অম্বানীর সংস্থা। আর তার জেরেই ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ। প্রথম ভারতীয় হিসাবে এই নয়া শিরোপ উঠতে চলেছে আম্বানির মাথায়।

আম্বানির মুকুটে শীঘ্রই উঠছে নয়া পালক

আম্বানির মুকুটে শীঘ্রই উঠছে নয়া পালক

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ভারতের শীর্ষ স্থানীয় শিল্পপতির মুকুটে আরও একটা পালক যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। ১০০ বিলিয়ন ডলারের ক্লাবের সদস্য হয়ে যাবেন মুকেশ আম্বানি। গত এক সপ্তাহেই নতুন করে প্রায় ৮ বিলিয়ন ডলার সম্পত্তির অধিকারি হয়েছেন তিনি।আর তাতেই পেতে চলেছেন নয়া শিরোপা। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ৯ হাজার ২৬০ কোটি ডলার। যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ৬ লক্ষ ৭৭ হাজার কোটি টাকার কাছাকাছি।

বর্তমানে কোন জায়গায় রয়েছেন রিলায়েন্স কর্ণধার

বর্তমানে কোন জায়গায় রয়েছেন রিলায়েন্স কর্ণধার

প্রসঙ্গত উল্লেখ্য, অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় সারা বছরই কোটিপতিদের সম্পত্তির ওঠানামা লেগেই থাকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজো। তাঁর মোট সম্মত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৭০ কোটি ডলার। ওই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন অম্বানী।

বছর শেষেই ১০ হাজার কোটি ডলারের ক্লাবে

বছর শেষেই ১০ হাজার কোটি ডলারের ক্লাবে

এদিকে চলতি বছরের শুরু থেকেই মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বাড়তে থাকে। মঙ্গলবার কোম্পানির শেয়ার বৃদ্ধির কারণে আম্বানির মোট সম্মত্তির মূল্য এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, এ বছর তার মোট সম্পদ ১৭.৪ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে বিশ্বের শীর্ষ দশের সব ধনীদের সম্পদের মূল্য ১০ হাজার কোটি ডলার বেশি। ওয়াকিবহাল মহলের ধারণা যে ভাবে এগোচ্ছে রিলায়েন্স তাতে বছর শেষেই নতুন পালক মাথায় তুলে নেবেন রিলায়েন্স কর্ণধার।

 নতুন বিনিয়োগের সিদ্ধান্তেই বাড়ে শেয়ার দর

নতুন বিনিয়োগের সিদ্ধান্তেই বাড়ে শেয়ার দর

এদিকে কিছু দিন আগেই দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর তারপর থেকেই রিলায়েন্সের শেয়ার দর হু হু করে বাড়তে থাকে। সোমবার, বাজার বন্ধের সময় রিলায়েন্সের শেয়ার ১.৫৫% বৃদ্ধি পেয়ে ২,৪২৯ টাকায় দাড়ায়। মিড ট্রেডের সময় অবশ্য শেয়ারের মূল্য ২,৪৮০-য় পৌছে গিয়েছিল বলে জানা যাচ্ছে। এদিকেই এই আকাশ ছোঁয়া বৃদ্ধিই রিলায়েন্সের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে।

কোন স্থানে কে

কোন স্থানে কে

এদিকে শীর্ষ ধনীদের তালিকায় জেফ বেজসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এল মাস্ক। তাঁর মোট সম্মত্তির পরিমাণ ১৯ হাজার ৮৯০ কোটি ডলার। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বার্নড আর্নল্ট। তাদের মোট সম্মত্তির পরিমাণ যথাক্রমে ১৬ হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার ও ১৫ হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার। তালিকায় দশে রয়েছেন ওয়ারেন বাফে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ২৬০ কোটি ডলার।

সভাপতির আসনে মোদী, ভারতের নেতৃত্বে কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলনসভাপতির আসনে মোদী, ভারতের নেতৃত্বে কেমন হতে চলেছে ১৫তম ব্রিকস সম্মেলন

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Reliance chief Mukesh Ambani is one of the richest people in the world in terms of total wealth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X