For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলার রিয়েল কালপ্রিট কে? প্রশ্ন তুললেন অধীর, পাল্টা জবাব বিজেপির

পুলওয়ামা হামলার রিয়েল কালপ্রিট কে? প্রশ্ন তুললেন অধীর, পাল্টা জবাব বিজেপির

Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার রিয়েল কালপ্রিট কে? জঙ্গি যোগে গ্রেফতার কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারি নিয়ে বিজেপির বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেক সংসদে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরকে পাল্টা আক্রমণ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসে গণতান্ত্রিক সার্জিকাল স্ট্রাইক হোক। কংগ্রেস যা করছে তাতে পাকিস্তানকে বাঁচিয়ে ভারতকে আক্রমণ করার সামিল। ভারতীয় সেনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।

পুলওয়ামা হামলার নেপথ্যে কে

পুলওয়ামা হামলার নেপথ্যে কে

কাশ্মীরের ডিএসপি দেবেন্দর সিংয়ের হিজবুল জঙ্গিদের সঙ্গে যোগ নিয়ে সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলওয়ামা হামলা কী সত্যিই পাকিস্তানের কোনও সঙ্গে সংগঠন করেছিল। নাকি এর নেপথ্যে অন্য কোনও সত্যি রয়েছে। সরাসরি বিজেপিকে আক্রমণ করে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

ডিএসপির জঙ্গি যোগ

ডিএসপির জঙ্গি যোগ

কয়েকদিন আগেই কাশ্মীরের বান্দিপোরা থেকে দুই হিজবুল জঙ্গির সঙ্গে গ্রেফতার করা হয়েছিল ডিএসপি দেবেন্দর সিংকে। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গ্রেনেড। তদন্তকারীরা জানতে পেরেেছন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল আফজল গুরুর। সেই সূত্র ধরেই ২০০১ সালে পার্লামেন্টে হামলার ঘটনার যোগ থাকার অনুমান করছে তদন্তকারীরা।

বিজেপির পাল্টা জবাব

বিজেপির পাল্টা জবাব

অধীর চৌধুরীর এই বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি অভিযোগ করেেছন সবার আগে কংগ্রেসের অন্দরে সার্জিকাল স্ট্রাইক করা উচিত। তাহলেই বেরিয়ে আসবে একাধিক সত্যি। যেভাবে কংগ্রে পাকিস্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তাতে ভারতের প্রতি তাঁদের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েেছ। প্রকাশ্যে ভারতীয় সেনার উপর আস্থাহীনতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী প্রকাশ করুন দাবি করেছেন সম্বিত। কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

মকর সংক্রান্তি ঘিরে কোন পৌরাণিক কোন কাহিনী প্রচলিত! জেনে নিনমকর সংক্রান্তি ঘিরে কোন পৌরাণিক কোন কাহিনী প্রচলিত! জেনে নিন

English summary
Who is the real culprits of Pulwama attak, Adir target Center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X