
প্রশান্ত কিশোর কে?' প্রশ্ন তুলে কটাক্ষ করলেন তেজস্বী যাদব
কিছুদিন আগেই টুইটারে তিনি ঘোষণা করেছিলেন এবার দ্বিতীয় ইনিংশ শুরুর! বিহার থেকেই নিজের নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর! এবার তাঁকেই চিনতে পারলে মা তেজস্বী যাদব! সম্প্রতি জাতীয় রাজনীতিতে হুলুস্থুল ফেলে দিয়েছেন ভোটকূশলী প্রশান্ত কিশোর। বিহারের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ' গত ৩০ বছরে বিহারে কোনও উন্নয়ন হয়নি'। সাধারণত এই ধরনের বিবৃতি এলেই শুরু হয়ে যায় বাদ-বিবাদের পালা। প্রশান্ত কিশোরও ব্যতিক্রম নন। এবার তাঁর বিরুদ্ধে সটান গলা চড়ালেন তেজস্বী যাদব।

ঠিক কী বলেছিলেন প্রশান্ত কিশোর?
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে উন্নয়ন না হওয়ার জন্য দায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁরা নিজেদের মেয়াদ চলাকালীন ঠিকভাবে কাজ করেননি। বিহারের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পিকে বলেন, ' গত ৩০ বছরে বিহারে কোনও উন্নয়ন হয়নি'।

প্রশান্তকে পাল্টা দিলেন তেজস্বী!
পিকের বিবৃতির পাল্টা দিয়ে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী বলেন, 'প্রশান্ত কিশোরের এই বিবৃতি পুরোটাই ভিত্তিহীন। এর কোনও উত্তর দিতে হবে বলে তো আমার মনে হয় না। আমি ওঁর সম্পর্কে জানি না৷ কে উনি? এখনও অবধি তো তেমন কোনও ফ্যাক্টর হয়ে ওঠেননি উনি!'

CAA নিয়ে নীতীশকে তোপ তেজস্বীর!
সংসদে নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে ভোট দিয়েছে নীতীশ কুমারের দল। এই কারনে রাজ্যে ক্ষমতাসীন দলকে নিশানাও করলেন লালুপুত্র। তিনি বলেন, 'প্রথম থেকেই আমাদের অবস্থান একেবারে জলের মতো স্বচ্ছ। আমরা বরাবর এর বিরোধিতা করে এসেছি। আমার মনে হয় না নিকট ভবিষ্যতে বিহারে এর প্রয়োগ শুরু হচ্ছে বলে৷ জেডিইউ বিলের পক্ষে ভোট দিয়েছে। এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ, তারা রাস্তায় নেমে এসেছেন বিক্ষোভ করতে। এখানে আমার বিবৃতি দিয়ে কিছুই যায় আসে না।'

CAA-নিয়ে সাবধানী নীতীশ!
সিএএ নিয়ে তেজস্বী যাদব ঠিক যতটা আক্রমণাত্মক, ততটাই রক্ষণশীল মনে হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব, অতিমারি মিটতেই সিএএ কার্যকর করা হবে। অমিত হুঙ্কারে সুর মিলিয়েছিলেন বিজেপির বাকি নেতারা৷ তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক্ষেত্রে কৌশলী পথ অবলম্বন করলেন। তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সিএএ একটি নীতিগত বিষয়। রাজ্য সরকার সিএএ-র চেয়েও কোভিডের হাত থেকে মানুষকে বাঁচানোর কাজে ব্যস্ত।'
কংগ্রেস ছেড়েই তড়িঘড়ি বিজেপিতে যোগ কর্ণাটকের প্রাক্তন মন্ত্রীর
