For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি ফকির মহম্মদ কলিফুল্লা কে, যাঁর হাতে অযোধ্যায় মধ্যস্থতার ভার ছাড়ল সুপ্রিম কোর্ট

অবসরপ্রাপ্ত বিচারপতি ফকির মহম্মদ কলিফুল্লার নেতৃত্বে অযোধ্যা মামলায় মধ্যস্থতা হবে।

  • |
Google Oneindia Bengali News

অবসরপ্রাপ্ত বিচারপতি ফকির মহম্মদ কলিফুল্লার নেতৃত্বে অযোধ্যা মামলায় মধ্যস্থতা হবে। এদিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বোর্ডে মধ্যস্থতা করতে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু ও আধ্যাত্মিক গুরু শ্রী রবিশঙ্করকে।

বিচারপতি ফকির মহম্মদ কলিফুল্লা কে, যাঁর হাতে অযোধ্যায় মধ্যস্থতার ভার ছাড়ল সুপ্রিম কোর্ট

১৯৭৫ সালে তিনি মাদ্রাজ হাইকোর্টে আইনের প্র্যাকটিস শুরু করেন। ২০০০ সালে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হন। ২০১১ সালে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের সদস্য হন কলিফুল্লা। সেখানে মুখ্য বিচারপতিও হন। ২০১২ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি। ২০১৬ সালের ২২ জুলাই কলিফুল্লা অবসর নেন সুপ্রিম কোর্ট থেকে।

এদিন আদালতের নির্দেশের পর অবসরপ্রাপ্ত বিচারপতি কলিফুল্লা বলেছেন, সুপ্রিম কোর্ট আমার ওপরে দায়িত্ব দিয়েছে। আমি এখনও অর্ডারের কপি হাতে পাইনি। তবে বলতে পারি, কমিটি তৈরি হলে আমরা সর্বতোভাবে সমস্যা সমাধানে চেষ্টা করব।

[আরও পড়ুন:অযোধ্যা মামলায় এর আগেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে তিনবার, কী হয়েছিল সেই সময়ে ][আরও পড়ুন:অযোধ্যা মামলায় এর আগেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে তিনবার, কী হয়েছিল সেই সময়ে ]

প্রসঙ্গত, রাম মন্দির - বাবরি মসজিদ মামলায় এদিন সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারী নিয়োগের সুপারিশ করেছে। তিন সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে। সেই প্যানেলকে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি প্যানেল কাজ শুরু করে ও রিপোর্ট জমা করে।

[আরও পড়ুন:অযোধ্যায় মধ্যস্থতার নির্দেশ আসার পর কী প্রতিক্রিয়া বিভিন্ন মহলের ][আরও পড়ুন:অযোধ্যায় মধ্যস্থতার নির্দেশ আসার পর কী প্রতিক্রিয়া বিভিন্ন মহলের ]

English summary
Who is Justice (Retd) FMI Kalifulla, the man going to head panel on Ayodhya case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X