For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত ২ টোর সময় হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা বাগ্গা! কলকাতার হিংসা কাণ্ড ঘিরে কী বলছেন তিনি

মঙ্গলবারের কলকাতায় আগুন লাগারা ঘটনার পর থেকে রাতারাতি একের পর এক জায়াগা থেকে গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের অনেককেই।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারের কলকাতায় আগুন লাগারা ঘটনার পর থেকে রাতারাতি একের পর এক জায়াগা থেকে গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের অনেককেই। গোটা ঘটনায় মোট ৫৮ জনকে গ্রেফতার করে পুলিশ। আর ধৃতদের মধ্য়ে নাম উঠে এসেছে জিতেন্দ্র সিং বাগ্গার। যে বাগ্গাকে নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও'ব্রায়ান।

রাত ২ টো নাগাদ হোটেল থেকে গ্রেফতার হন বিজেপি নেতা বাগ্গা! কলকাতার হিংসা কাণ্ড ঘিরে কী বলছেন তিনি


এদিকে,ডেরেকের বিরুদ্ধে মুখ খুলেছেন দিল্লি বিজেপির নেতা জিতেন্দ্র বাগ্গাও, যিনি মঙ্গলবার রাতে ছিলেন কলকাতায়। জিতেন্দ্রর দাবি মঙ্গরবার রাত ২ টো নাগাদ হোটেলে তাঁর ঘরের জরজা ধাক্কা দেয় পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করা হয় কলকাতায় অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। কিন্তু সকাল হতেই এই বিজেপি নেতাকে ছেড়ে দেয় পুলিশ , কারণ তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই পেশ করা যায়নি। গোটা পরিস্থিতি নিয়ে টুইটে নিজের ক্ষোভও প্রকাশ করেন জিতেন্দ্র বাগ্গা।

এদিকে, দিল্লিতে এই জিতেন্দ্র বাগ্গাকে নিয়ে মুখ খুলে তাঁর থাপ্পড় কাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন তৃণমূল নেতা ডেরেক ও' ব্রায়ান। অন্যদিকে , ডেরেকের অভিযোগকে আমল না দিয়ে তৃণমূল নেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বাগ্গা।

বিজেপির তরফে বাগ্গার দাবি, কলকাতার হিংসার ঘটনা যেখানে হয়েছে, তার ৫০০ মিটারের মধ্যে তিনি ছিলেন এটা যদি ডেরেক প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন জিতেন্দ্র বাগ্গা। আর যদি উল্টোটা হয়,তাহলে রাজনীতি ছাড়াতে হবে ডেরেককে। সবমিলিয়ে কলকাতায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্য থেকে জাতীয় রাজনীতি রীতিমত সরগরম।

English summary
Who is Jitender Singh Bagga, whose name is coming out for Kolkata violence during Amit Shah road show .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X