For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি না অন্য কেউ, কে দিচ্ছে 'জন সুরাজ যাত্রা' কর্মসূচির টাকা? প্রশান্ত কিশোরের ইঙ্গিতে জল্পনা

প্রশান্ত কিশোর। ভোট কুশলী থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে। বিহার জুড়ে চলছে তাঁর 'জন সুরাজ যাত্রা'। এই কর্মসূচিতে কারা অর্থ সাহায্য করছেন, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন, গত ১০ বছরে তিনি অনেকে তাদেরকে

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর। ভোট কুশলী থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে। বিহার জুড়ে চলছে তাঁর 'জন সুরাজ যাত্রা'। এই কর্মসূচিতে কারা অর্থ সাহায্য করছেন, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন, গত ১০ বছরে তিনি অনেকে তাদেরকে সাহায্য করেছেন। বর্তমান ছয় মুখ্যমন্ত্রী তাঁকে সাহায্য করছেন বলে ইঙ্গিত করেছেন প্রশান্ত কিশোর।

ছয় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন

ছয় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন

প্রশান্ত কিশোর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছেন, গত ১০ বছরে তিনি অন্তত ১০ টি রাজ্যে ভোটের কাজে যুক্ত ছিলেন। এর মধ্যে একটি বাদ দিয়ে সবকটিতেই তিনি সফল। বর্তমানের ছয় মুখ্যমন্ত্রীকে তিনি জিততে সাহায্য করেছেন। প্রশান্ত কিশোর দাবি করেছেন, তিনি এইসব মুখ্যমন্ত্রীদের কাছ থেকে টাকা নেননি। একথা বলে তাঁর মন্তব্য, যদিও মিডিয়া একথা বিশ্বাস করবে না। আর এখন বিহারে যে পরীক্ষা তিনি চালাচ্ছেন, তাঁর জন্য এইসব মুখ্যমন্ত্রীর কাছে তিনি সাহায্য চাইছেন।

প্রশান্ত কিশোরের পদক্ষেপকে সন্দেহ

প্রশান্ত কিশোরের পদক্ষেপকে সন্দেহ

বিহারের বক্সার জেলা বাসিন্দা প্রশান্ত কিশোর। গত বেশ কয়েকবছর ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। ২০২১-এ বাংলার বিধানসভা নির্বাচনের পরে প্রশান্ত কিশোর বলেছিলেন তিনি আর পরামর্শদাতার কাজ করবেন না। পরবর্তী সময়ে তাঁকে বিহারে 'জন সুরাজ যাত্রা'য় দেখা গিয়েছে। প্রশান্ত কিশোরের দাবি, তিনি লোকের জমায়েতের মাধ্যমে নিজের রাজ্যকে পরিবর্তন করতে চাইছেন। যদিও প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে অনেক রাজনীতিবিদই সন্দেহের চোখে দেখছেন।

বিজেপির সাহায্য প্রশান্ত কিশোরকে

বিজেপির সাহায্য প্রশান্ত কিশোরকে

একটা সময়ে নীতীশ কুমারকেও বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসতে সাহায্য করেছিলেন পিকে। দলের সহসভাপতিও হয়েছিলেন। কিন্তু পরে নীতীশ কুমারের সঙ্গে দূরত্ব বাড়ে প্রশান্ত কিশোরের। যে নীতীশ কুমার বিজেপির সমর্থনে বিহারের সরকার চালাচ্ছিলেন, তিনিই যখন আরজেডি ও কংগ্রেসের সমর্থনে সরকার চালানো শুরু করেন, সেই সময় তাঁর দল জেডিইউ অভিযাগ করে আইপ্যাকের প্রতিষ্ঠাতা বিজেপির কাছ থেকে অর্থ সাহায্য পাচ্ছেন।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিহারের নীতীশ কুমার ছাড়াও, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি বর্তমানে ৫ টি রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনও না কোনও সময় এই পাঁচ মুখ্যমন্ত্রীর এবং তাঁদের দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। এছাড়াও বর্তমানে বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরতে সাহায্য করেছিলেন প্রশান্ত কিশোর।

লক্ষ্য ৩৫০০ কিমি পদযাত্রা

লক্ষ্য ৩৫০০ কিমি পদযাত্রা

প্রশান্ত কিশোর ২ অক্টোবর থেকে বিহারে জন সুরাজ যাত্রা শুরু করেছেন। লক্ষ্য হল প্রায় ৩৫০০ কিমি পথ অতিক্রম করা। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, তারা এখনও রাজনৈতিক গল নন। কিন্তু সেখানে পৌঁছলে বিহারের দু কোটি পরিবারের থেকে মাত্র ১০০ টাকা অনুদান নিলে, তা তাদের লডাইয়ে সাহায্য করবে।

কালী মূর্তি ভাঙার অভিযোগে উত্তেজনা! CCTV-কে ভিত্তি করে পুলিশের জালে প্রতিমা শিল্পী-সহ তিনকালী মূর্তি ভাঙার অভিযোগে উত্তেজনা! CCTV-কে ভিত্তি করে পুলিশের জালে প্রতিমা শিল্পী-সহ তিন

English summary
Who is giving money to the 'Jan Suraj Yatra' program in Bihar, Prashant Kishor gives indication
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X