For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান হলেও নামের পাশে ছিল না 'টাটা'! কে এই সাইরাস মিস্ত্রি

টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান। পুরো নাম সাইরাস পালোনজি মিস্ত্রি (Cyrus Pallonji Mistry)। ভারতীয় বংশোদ্ভূত আইরিশ শিল্পপতি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। টাটাগ্রুপের

  • |
Google Oneindia Bengali News

টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান। পুরো নাম সাইরাস পালোনজি মিস্ত্রি (Cyrus Pallonji Mistry)। ভারতীয় বংশোদ্ভূত আইরিশ শিল্পপতি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। টাটাগ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান হলেও, নওরোজি সকলাতওয়ালার পরে যাঁর টাটা উপাধি ছিল না। এদিন আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে পালঘরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

 টাটাগ্রুপে কার্যকাল ২০১২ থেকে ২০১৬

টাটাগ্রুপে কার্যকাল ২০১২ থেকে ২০১৬

২০১৬ সালে মাঝামাঝি সময়ে তিনি একটি প্যানেলের মাধ্যমে টাটা গ্রুপের প্রধান হিসেবে নির্বাচিত হন। ডিসেম্বরে তিনি দায়িত্ব নেন। তবে ২০১৬-তে তিনি টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের বোর্ড থেকে পদত্যাগ করেন। পরে টাটাগ্রুপের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারণ করতে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে অপসারিত হওয়ার পরে প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা টাটা গ্রুপের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। তবে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদে তাঁর থাকা নিয়ে বিস্তর মামলা মোকদ্দমা হয়। শেষে সুপ্রিম কোর্ট তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।

 মহারাষ্ট্রে পার্সি পরিবারে জন্ম

মহারাষ্ট্রে পার্সি পরিবারে জন্ম

১৯৬৮ সালের ৪ জুলাই মহারাষ্ট্রের একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ভারতীয় ধনকুবের এবং নির্মাণ ব্যবসায়ী পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস মিস্ত্রি। তাঁর মায়ের জন্ম আয়ারল্যান্ডে। তাঁর বড় ভাই শাপুর মিস্ত্রি একজন আইরিশ নাগরিক। সাইরাস মিস্ত্রির দুই বোন লায়লা ও আলু। আলু রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ।
পরিবার ১৯৩০-এর দশকে টাটা সন্সে অংশীদারিত্ব পেয়েছিল। বর্তমানে টাটা সন্সে সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিবারের অংশীদারিত্ব ১৮.৪ শতাংশ। ২০১৮ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের মতো।

 পড়াশোনা মুম্বই ও লন্ডনে

পড়াশোনা মুম্বই ও লন্ডনে

সাইরাস মিস্ত্রি মুম্বইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করেছেন। লন্ডনেক ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করেছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন। পরে লন্ডন বিজনেস স্কুলে পড়াশোনা। ১৯৯৬ সালে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ইন্টার ন্যাশনাল একজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি পান।

কর্মজীবন শুরু পারিবারিক নির্মাণ সংস্থায়

কর্মজীবন শুরু পারিবারিক নির্মাণ সংস্থায়

১৯৯১ সালে সাইরাস মিস্ত্রি পারিবারিক নির্মাণ সংস্থা শাপুরজি পালোনডি অ্যান্ড কোং লিমিটেডের পরিচালক হিসেবে যোগ দেন।
২০০৬-এর ১ সেপ্টেম্বর তিনি টাটা সন্সের বোর্ডে যোগ দেন। ২০১৩ সালে তাঁকে টাটা সন্সের চেয়ারম্যান করা হয়। এছাড়াও তিনি টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা টেলিসার্ভিসেস, টাটা কেমিকেলস-সহ টাটার বিভিন্ন ছোট-বড় কোম্পানির চেয়ারম্যান পদেও ছিলেন।
(তথ্য সূত্র: উইকিপেডিয়া)

মূল্যবৃদ্ধি নিয়ে 'হল্লা বোল' কর্মসূচি, মোদী সরকারের জোড়া 'দুই ভাই'কে নিশানা কংগ্রেসেরমূল্যবৃদ্ধি নিয়ে 'হল্লা বোল' কর্মসূচি, মোদী সরকারের জোড়া 'দুই ভাই'কে নিশানা কংগ্রেসের

English summary
Who is Cyrus Mistry, worked as Tata Group Chairman without name liked with Tata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X