For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকা বিপ্লব দেবকে নিয়ে এই তথ্যগুলি জেনে নিন

অনেকের নামই ভেসে উঠেছে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিপ্লব দেব। এই যুব নেতার হাতেই ত্রিপুরার ভার সম্ভবত সঁপে দেবেন অমিত শাহরা।

  • |
Google Oneindia Bengali News

মাত্র একবছর বললে অনেক বলা হবে। মাস তিনেক আগেও বিজেপি যে লাল দুর্গ গুড়িয়ে গেরুয়া কেতন ওড়াবে তা দলের সমর্থকেরাও বুঝতে পারেননি। কঠিন লড়াইয়ের শপথ করে মাঠে নেমেছিলেন বিপ্লব দেবের নেতৃত্বে। এই যুবক নেতা মাত্র বছর দেড়েক আগে দলের দায়িত্ব নেন। আর তার মধ্যেই দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে লাল থেকে গেরুয়া রঙে রাঙিয়ে দিলেন ত্রিপুরাকে। রামপদ জামাতিয়া থেকে শুরু করে অতুল দেববর্মা অনেকের নামই ভেসে উঠেছে। তবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিপ্লব দেব। এই যুব নেতার হাতেই ত্রিপুরার ভার সম্ভবত সঁপে দেবেন অমিত শাহরা। একনজরে জেনে নেওয়া যাক বিপ্লব সম্পর্কে।

 জিম ইনস্ট্রাক্টর

জিম ইনস্ট্রাক্টর

ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব বহুদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত। ত্রিপুরার গোমতী জেলায় উদয়পুরে তাঁর জন্ম। প্রায় ১৫ বছর দিল্লিতে কাটিয়েছেন বিপ্লব। সেখানে একটি জিমে ইনস্ট্রাক্টরের কাজ করতেন তিনি।

২০১৬-য় দায়িত্ব

২০১৬-য় দায়িত্ব

২০১৬ সালে ত্রিপুরা বিজেপির দায়িত্ব কাঁধে তুলে নেন বিপ্লব। কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা ছিল বিপ্লবের উপরে। তাই প্রবীণ কাউকে না বেছে নবীন রক্তে ভরসা রাখেন অমিত শাহরা।

বিপ্লবে আস্থা

বিপ্লবে আস্থা

বিপ্লব আরএসএসে থাকায় কখনও অন্য কোনও দলের প্রতি আকৃষ্ট হননি। সেটা মাথায় রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লবে ভরসা রাখেন।

পাঞ্জাবিকে বিয়ে

পাঞ্জাবিকে বিয়ে

বিপ্লবের স্ত্রী নীতি দেব পাঞ্জাবি বাড়ির মেয়ে। দিল্লিতে দুজনের বিয়ে হয়। স্বামী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আমি সবসময় বিপ্লবকে নির্বাচনে সাহায্য করেছি। ছেলে দশম শ্রেণিতে পড়ার ত্রিপুরায় আসতে পারেনি। তবে দল জেতায় এবার পাকাপাকি ত্রিপুরায় এসে থাকতে চলেছেন বলে জানিয়েছেন নীতি।

নতুন পদ পেয়ে রাজ্য জয়

নতুন পদ পেয়ে রাজ্য জয়

বিপ্লবের আগে ত্রিপুরায় দলের নেতৃত্বে ছিলেন সুধীন্দ্র দাশগুপ্ত। বহুবছর বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি। তবে বিপ্লবের সভাপতি হওয়ার পর বিজেপির বিজয় রথ দৌড়তে শুরু করেছে।

বনমালিপুর থেকে লড়াই

বনমালিপুর থেকে লড়াই

এবারের ভোটে বনমালিপুর আসন থেকে বিপ্লব লড়েছেন। এই আসনটি ছিল কংগ্রেসের। সেখানে সিপিআইয়ের অমল চক্রবর্তীর সঙ্গে দারুণ লড়াই হয়েছে তাঁর।

English summary
Who is Biplab Kumar Dev, Bjp's state president to probable Tripura Chief Minister, a fantastic journey of RSS volunteer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X