For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিত পাওয়ারের সিদ্ধান্তের নেপথ্যে কে? শরদকে নিয়ে চলছে মিথ্যে রটনা

কে রয়েছেন অজিত পাওয়ারের সিদ্ধান্তের নেপথ্যে। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ঘোরা ফেরা করছে শরদ পাওয়ারের নাম।

Google Oneindia Bengali News

কে রয়েছেন অজিত পাওয়ারের সিদ্ধান্তের নেপথ্যে। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ঘোরা ফেরা করছে শরদ পাওয়ারের নাম। এই নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই জল্পনা উড়িয় শরদ পাওয়ার দাবি করেছেন ভাইপো অজিতের এই সিদ্ধান্ত একেবারেই তাঁর নিজের। এই সিদ্ধান্তে শরদের কোনও হাত নেই। শরদ দাবি করেছেন তিনি জানতেনই না অজিত এই পদক্ষেপ করতে চলেছেন।

অজিতের সিদ্ধান্তে শরদের হাত

অজিতের সিদ্ধান্তে শরদের হাত

অজিতের সিদ্ধান্তের জন্য শরদ পাওয়ারকেই দায়ী করে চলেছেন অনেকে। সেই দাবি উড়িয়ে দিয়ে শরদ পাওয়ার দাবি করেছেন ভাইপো অজিত পাওয়ার যে এই পদক্ষেপ করতে চলেছেন তার বিন্দুমাত্র জানতেন না তিনি। তাঁর সঙ্গে আগে কোনও রকম মতবিরোধও তৈরি হয়নি অজিতের। যদিও ইডির স্ক্যানারে আসার পর অজিতের সঙ্গে শরদের দূরত্ব তৈরি হয়েছিল এমন খবর শোনা গিয়েছিল। অজিতের এই পদক্ষেপের পর শরদ মন্তব্য করেছেন, তাঁর রাজনৈতিক জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন কখনও হননি তিনি।

সিদ্ধান্ত বদল করেননি অজিত

সিদ্ধান্ত বদল করেননি অজিত

অনেক চেষ্টা করেও অজিত পাওয়ারের সিদ্ধান্ত বদল করাতে পারল না শরদপন্থীরা। সোমবার দফায় দফায় অজিতের সঙ্গে বৈঠক করেছেন অজিত পন্থীরা। কিন্তু কোনওভাবেই আজিত তার সিদ্ধান্ত বদলে রাজি হননি। শেষে দল থেকে অজিতকে বহিষ্কারের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন শরদপন্থীরা। যদিও রবিবার অজিত পাওয়ার টুইটে দাবি করেছিলেন শরদই তাঁর নেতা এবং তিনি এসিপিতেই রয়েছেন।

উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিতের

উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিতের

মহারাষ্ট্রের রাজনীতির সমীকরণটাই বদলে দিয়েছেন অজিত পাওয়ার। শনিবার ফড়নবিশের মুখ্যমন্ত্রী পদে শপথের থেকেও চমকপ্রদ ঘটনা ছিল অজিত পাওয়ারের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ। সকলকে একেবারই চমকে দিয়েছিলেন তিনি। শিবসেনা দাবি করেছে শরদকে ভয় দেখিয়ে দলে টেনেছে বিজেপি। সেই সত্যিটা তাঁরা ফাঁস করবেন। কারণ ভোটের কয়েকদিন আগেইশরদ, অজিত সহ ৭০ জন এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তে শুরু করেছিল ইডি।

আইএস মডিউল ফাঁস অসমে, পুলিসের ৩ সন্দেহভাজন, উদ্ধার আইইডিআইএস মডিউল ফাঁস অসমে, পুলিসের ৩ সন্দেহভাজন, উদ্ধার আইইডি

English summary
Who is behind the decision of Ajit pawar?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X