For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তান ‘যুদ্ধের দামামা’ বাজছে, সামরিক শক্তিতে কে এগিয়ে কোথায়, একনজরে

পুলওয়ামা জঙ্গিহামলার পাল্টা দিতেই সীমান্তে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। সামরিক শক্তির বিচারে কে এগিয়ে? ভারত না পাকিস্তান?

Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গিহামলার পাল্টা দিতেই সীমান্তে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। সর্বদাই কী হয় কী হয় ভাব। তবে কি ফের যুদ্ধ লেগে গেল ভারত-পাকিস্তানের। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় সাধারণের মধ্যে জল্পনা তৈরি হয়েছে, সামরিক শক্তির বিচারে কে এগিয়ে? ভারত না পাকিস্তান? প্রতিবেশী দুই দেশের যুদ্ধে হলে কোন দেশ থাকবে অ্যাডভান্টেজ পজিশনে?

ঘুম ছুটেছে বিশ্বের

ঘুম ছুটেছে বিশ্বের

দুই দেশের হাতেই আছে পারমানবিক অস্ত্র, দুই দেশই সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ খরচ করে। দুই দেশই অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তুলতে সিদ্ধহস্ত। সেই আঙ্গিকে উভয়ের হাতেই রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ভারত ও পাকিস্তান উভয় দেশের হাতে থাকা পারমানবিক অস্ত্রই এখন ঘুম কেড়েছে বিশ্বের।

সামরিক খাতে

সামরিক খাতে

সামরিক খাতে ভারত ২০১৮ সালে বরাদ্দ করেছিল চার লক্ষ কোটি টাকা। এই টাকা মোট জিডিপি-র ২.১ শতাংশ। আর পাকিস্তান ব্যয় করেছিল ১.২৬ লক্ষ কোটি টাকা। পাকিস্তানের জিডিপির ৩.৬ শতাংশ টাকা তাঁরা সামরিক খাতে বরাদ্দ করেছে।

শতাংশের বিচারে

শতাংশের বিচারে

১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পাকিস্তান সরকার তার মোট বার্ষিক ব্যায়র ২০ ভাহ সামরিক খাতে খরচ করে আসছে। ২০১৭ সালের পর তা নেমে আসে ১৭ শতাংশে। উল্টোদিকে ভারত শতাংশের বিচারে পাকিস্তানের থেকে একটু পিছিয়ে রয়েছে। ভারত ২০১৭ সাল পর্যন্ত ৯.১ ভাগ খরচ করত। ২০১৮ সালে তা বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।

সেনা-সংখ্যা

সেনা-সংখ্যা

ভারতের হাতে সৈন্য রয়েছে প্রায় ১৪ লক্ষ। স্থলবাহিনী ১২ লক্ষ। নৌবাহিনী ৬৭ হাজার ৭০০ এবং বিমানবাহিনী ১ লক্ষ ২৭ হাজার। পাকিস্তানের হাতে সেনা রয়েছে ৬ লক্ষ ৫৩ হাজার। তার মধ্যে স্থলবাহিনী ৫ লক্ষ ৬০ হাজার।

ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র

ভারতের হাতে রয়েছে মোট ৯ ধরনের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরের শত্রুকে অবলীলায় আঘাত হানতে পারে। এদের মধ্যে রয়েছে অগ্নি, ব্রহ্মা ইত্যাদি। আর পাকিস্তানের হাতে রয়েছে ১১টি ক্ষেপণাস্ত্র। সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন শাহিন-২ দু-হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে।

পারমানবিক শক্তি

পারমানবিক শক্তি

পাকিস্তানের হাতে ১৪০ থেকে ১৫০টি পারমানবিক যুদ্ধাস্ত্র রয়েছে। আর ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি ক্ষেপণাস্ত্র। পারমানবিক শক্তির বিচারে একটু এগিয়ে পাকিস্তান। আর তাঁদের এই অগ্রগতি চিনের সহায়তায়।

ভারতের সেনাশক্তি

ভারতের সেনাশক্তি

সেনাশক্তিতে ভারত অবশ্য অনেক এগিয়ে। ভারতের হাতে যেমন ১২ লক্ষ সেনা রয়েছে, তেমনই তাঁদের হাতে রয়েছে ৩ হাজার ৫৬৫টি ট্যাঙ্ক, ৩ হাজার ১০০টি যুদ্ধযান, ৩৩৬টি সেনাযান আর কামান আছে ৯৭১৯টি।

পাকিস্তানের সেনাশক্তি

পাকিস্তানের সেনাশক্তি

পাকিস্তানের স্থলবাহিনী ৫ লক্ষ ৬০ হাজার। ভারতের থেকে অর্ধেকের কম। ট্যাঙ্ক রয়েছে ২৪৯৬টি, সেনাযান রয়েছে ১৬০৫টি, আর্টিলারি বন্দুক ৪ হাজার ৪৭২টি।

বায়ুশক্তি

বায়ুশক্তি

ভারতীয় বিমানবাহিনীর হাতে রয়েছে ৮১৪টি যুদ্ধবিমান। পাকিস্তানের রেছে ৪২৫টি। এর মধ্যে রয়েছে চিনা প্রযুক্তির যুদ্ধ বিমান। এফ-৭ পিজি ও আমেরিকান এফ-১৬ ফাইটিং ফ্যালকন জেট। আর ভারতের আছে মিরাজ ২০০০, সুখোই ৩০-এর মতো যুদ্ধবিমান।

নৌশক্তি

নৌশক্তি

নৌশক্তির বিচারেও ভারত এগিয়ে রয়েছে কয়েক কদম। ভারতের হাতে রয়েছে ১৬টি সাবমেরিন, ১৪টি ডেস্ট্রয়ার, ১৩টি ফ্রিগেট, ১০৬টি নজরদারি যান ও ৭৫টি যুদ্ধ জাহাজ। উল্টোদিকে পাকিস্তানের হাতে রয়েছে ৮টি সাবমেরিন, ৯টি ফ্রিগেট, ১৭টি নজরদারি যান, ৮টি যুদ্ধ জাহাজ।

English summary
Who is ahead in the military power between India and Pakistan? The comparison between India and Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X