For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখছে কেরলবাসী, পূর্বাভাস সি ফোরের সমীক্ষায়

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখছে কেরলবাসী, পূর্বাভাস সি ফোরের সমীক্ষায়

Google Oneindia Bengali News

৪০ বছরের প্রথা ভেঙে কেরালায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামেদের ক্ষমতায় ফেরার পূর্বাভাস মিলেছে সমীক্ষায়। একই সঙ্গে সি ফোরের সমীক্ষা জানিয়েছে, এবার মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে রয়েছে। কাদের মধ্যে লড়াই হতে পারে, তার আভাসও মিলেছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে জনমত সমীক্ষায়।

রাজ্যে ফিরছে এলডিএফ, মুখ্যমন্ত্রী কি বিজয়নই!

রাজ্যে ফিরছে এলডিএফ, মুখ্যমন্ত্রী কি বিজয়নই!

১৯৮০ সাল থেকে রাজ্যে কোনও শাসক দল বা জোট পুনরায় ক্ষমতায় ফিরতে পারেনি কেরলে। এবার সেই প্রথারই বিলোপ ঘটতে চলেছে বলে আভাস জনমত সমীক্ষায়। ৪০ বছর পর রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে শাসকদল, ফলে রাজ্যে পিনারাই বিজয়নের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই প্রবল।

মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে কারা, সি ফোরের সমীক্ষা

মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে কারা, সি ফোরের সমীক্ষা

কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে কে কত শতাংশের সমর্থন পেয়েছেন। সি ফোরের সমীক্ষা জানাচ্ছে, ৩৯ শতাংশ চান পিনারাই বিজয়নকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হোন আবার। ১৮ শতাংশ চান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওমেন চণ্ডীকে। তাঁর সহকর্মী এবং তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরকে চান ৯ শতাংশ।

মুখ্যমন্ত্রী হিসেবে আরও যাদের নাম এল সমীক্ষায়

মুখ্যমন্ত্রী হিসেবে আরও যাদের নাম এল সমীক্ষায়

সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে আরও কয়েকজনের নাম। সমীক্ষায় আভাস রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান ৭ শতাংশ মানুষ। বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক রমেশ চেনিথালার প্রতি সমর্থন ৬ শতাংসের এবং বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনও পেয়েছেন ৬ শতাংশের সমর্থন।

কেরলে কেন এগিয়ে পিনারাই বিজয়নের এলডিএফ

কেরলে কেন এগিয়ে পিনারাই বিজয়নের এলডিএফ

সি ফোরের সমীক্ষা অনুসারে ৩৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, এলডিএফ সরকারের সবচেয়ে বড় সাফল্য, কোভিড-১৯ লকডাউনের সময় বিনামূল্যে খাবার কিট বিতরণ করা। উত্তরদাতাদের ২৭ শতাংশ জন কল্যাণমূলক পেনশনের পক্ষে ভোট দিয়েছেন এবং ১৮% বলেছেন তাঁরা সরকারের কোভিড-১৯ পরিচালনায় অভিভূত। একই সময়ে ৩৪ শতাংশ বলেছেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা শবরিমালা আন্দোলন।

একুশের ভোটে কেরলে কে পাবে কত আসন, সমীক্ষা

একুশের ভোটে কেরলে কে পাবে কত আসন, সমীক্ষা

সি ফোরের সমীক্ষা অনুসারে, কোরালায় ১৪০ সদস্যের বিধানসভায় এলডিএফ পেতে পারে ৭২ থেকে ৭৮টি আসন। ম্যাজিক ফিগার ৭১। সমীক্ষার আভাস সেই লক্ষ্যমাত্রা এবার পেরিয়ে যেতে পারে তারা। কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ ৫৯-৬৫ আসন পেতে পারে। বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ জোট পেতে পারে ৩ থেকে ৭টি আসন।

৪০ বছরের মিথ ভেঙে ক্ষমতায় ফিরবে সিপিএম-জোট! ভোটের আগে আভাস সমীক্ষায়৪০ বছরের মিথ ভেঙে ক্ষমতায় ফিরবে সিপিএম-জোট! ভোটের আগে আভাস সমীক্ষায়

English summary
Who is ahead as Chief Minister before Kearala Assembly Election 2021 according to opinion poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X