For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারা ডেকেছে এই ভারত বনধ, কী দাবিতে ধর্মঘট জেনে নিন

আগামিকাল শ্রমিক সংগঠনগুলি ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে। গোটা দেশ জুড়েই চলবে বনধ।

Google Oneindia Bengali News

বুধবার শ্রমিক সংগঠনগুলি ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে। গোটা দেশ জুড়েই চলবে বনধ। সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত বনধ চলবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। ১০টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হচ্ছে। বাম সমর্থিক শ্রমিক সংগঠন সিটুর তরফে জানানো হয়েছে তাঁদের ২৫ কোটি দলীয় কর্মী এই বনধের সমর্থনে পথে নামবেন।

কেন ভারত বনধের ডাক

কেন ভারত বনধের ডাক

প্রায় ১০টি জাতীয় শ্রমিক সংগঠনে এই বনধের ডাক দিয়েছে। তাতে সামিল হবে ২৫ কোটি কর্মী। ১২ দফা দাবিতে এই বনধ ডাকা হয়েছে। তারমধ্যে রয়েছে শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সপ্তাহে ৫ দিন কাজ।

কারা সামিল হচ্ছে বনধে

কারা সামিল হচ্ছে বনধে

আইএনটিইউসি, এআইটিইউসি, হিন্দ মজদুর সভা, সিটু, এআইটিইউসি, ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার. সেলফ এমপ্লয়েড ওমেনস অ্যাসোসিয়েশন, এআইসিসিটিইউ, লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন এই বনধে সামিল হচ্ছে না।

প্রভাব পড়বে ব্যাঙ্কিং ক্ষেত্র এবং পরিবহণে

প্রভাব পড়বে ব্যাঙ্কিং ক্ষেত্র এবং পরিবহণে

শ্রমিক সংগঠনগুলির ডাকা এই ভারত বনধে প্রভাব পড়বে ব্যাঙ্কিং পরিষেবায়। প্রভাব পড়বে পরিবহণেও। যদিও স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে সংগঠন গুলি বনধ ডেকেছে তাতে খুব কমসংখ্যক কর্মীই রয়েছেন তাঁদের। কাজেই গ্রাহক পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। এদিকে একাধিক শহরে পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
Who has called the Bharat Bandh, here are few informations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X