করোনা ভাইরাস 'ঘরে' বায়ুবাহিত! মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২৯ মার্চ, ২০২০-তে তাদের ঘোষণায় কিছু পরিবর্তন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সময় করোনা ভাইরাসের সংক্রমণের কারণ নিয়ে তথ্য প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর সঙ্গে এবার বিজ্ঞানীদের নতুন প্রমাণও যুক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক স্বীকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে, নোভেল করোনা ভাইরাস ঘরের ভিতরে বদ্ধ ভিড়ে থাকতে পারে। এর থেকে স্বল্প পরিসরে বাতাসে সংক্রমণ উড়িয়ে দেওয়া যায় না।

৩২ জেশের ২৩৯ বিজ্ঞানীর দাবি
দিন কয়েক আগে ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী জানিয়েছিলেন, করোনা বায়ুবাহিত। এব্যাপারে চিকিৎসকদের উদ্দেশে তা জানিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন করে বলেছিলেন, করোনা ভাইরাস যে বায়ু বাহিত, তাকে মান্যতা দেওয়া হোক।

ড্রপলেট এবং ফোমাইট ট্রাম্সমিশন
তবে বিশ্বস্বাস্থ্য সংস্থা এখনও অনড় যে ড্রপলেট ট্রান্সমিশন এবং ফিউমেট ট্রাম্সমিশনেই করোনা ছড়াচ্ছে। এখনও প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি, কথা বলার মাধ্যমে প্রাথমিকভাবে সংক্রমণ ছড়াচ্ছে বলেও মনে করা হচ্ছে।
এখানে ফোমাইট ট্রান্সমিশন বলতে, ফোন, সুইচ, পেন, কিবোর্ড, দরজার নব, এলিভেটর বাটন, হ্যান্ডরেলকে বোঝানো হয়েছে। এমন কী চিকিৎসকের স্টেছোস্কোপকে এই তালিকায় ফেলা হয়েছে।

বর্তমান প্রমাণের জোর
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে সংক্রমণের প্রমাণের ওপরেই সজোর দিয়েছে। সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত যা প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে বলাই যায়, মানুষের মাধ্যমেই প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা নিকটবর্তী মানুষ সংক্রমিত হচ্ছেন।

বড় গবেষণা জরুরি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, সংক্রমণের বিভিন্ন রকমের রাস্তা নিয়ে বিষদে গবেষণা জরুরি।
কোভিড সঙ্কটে বারংবার ট্রেন পরিষেবা বাতিল রাজ্যের, সমস্যায় ভারতীয় রেল