For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফায় কত আসন পাবে বিজেপি, কংগ্রেসেই বা কত! একনজরে রাজনৈতিক বিশ্লেষণ

আর মাত্র এক দফা বাকি। তারপরই ভোট-যুদ্ধের অবসান। এবার বহু প্রতীক্ষিত ফলাফলের অপেক্ষা। ২৩ মে। সেদিনই জানা যাবে দেশের ভার কার হাতে ওঠে।

Google Oneindia Bengali News

আর মাত্র একটি দফা নির্বাচন বাকি। তারপরই ভোট-যুদ্ধের অবসান। এবার বহু প্রতীক্ষিত ফলাফলের অপেক্ষা। ২৩ মে। সেদিনই জানা যাবে দেশের ভার কার হাতে আসবে। আর সেই লক্ষ্যেই আগামী রবিবার সপ্তম দফা নির্বাচন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, ইতিমধ্যেই বিজেপি বা এনডিএ-র পরাজয়ের সম্ভাবনা চূড়ান্ত হয়েছে।

ষষ্ঠ দফায় কেমন ফল বিজেপির

ষষ্ঠ দফায় কেমন ফল বিজেপির

এই দাবি আরও জোরালো হয়েছে ষষ্ঠ দফায় মোট ৫৯টি আসনে ভোটের পর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ৫৯টি আসনের মধ্যে বিজেপি কমবেশি ৪৫ আসনেই হারতে চলছে। উত্তরপ্রদেশ মহাজোট ভাল ফলাফল করবে। এই দফায় বাংলাতেও ভালো ফল করবে তৃণমূল। এমনকী হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশেও ফলাফল বিজেপির পক্ষে যাবে না।

হারতে চলেছেন গান্ধী পরিবারের দুই

হারতে চলেছেন গান্ধী পরিবারের দুই

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার, হারতে চলেছেন গান্ধী পরিবারের দুই সদস্য। সুলতানপুর থেকে মানেকা গান্ধী ও পিলিভিট থেকে বরুণ গান্ধী হারতে পারেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ মনে করছে। উত্তরপ্রদেশে এবার কংগ্রেস আগের থেকে অনেক ভালো ফল করবে বলে তাঁদের মত।

কংগ্রেসের জন্য সুখবর!

কংগ্রেসের জন্য সুখবর!

আর আরও একটি সুখবর কংগ্রেসের জন্য দিয়েছে সেন্টার ফর সোশিও ইকোনোমিক অ্যান্ড পলিটিকাল রিসার্চ বা সিএসইপিআর-সহ আরও দুটি সংস্থা। তাদের মতে, এবার হরিয়ানাতেও অধিকাংশ আসন কংগ্রেসের পক্ষে যাবে। জাঠ সম্প্রদায় কংগ্রেসের দিকে ঝুঁকে থাকায় এই সম্ভাবনা বেড়েছে বলে দাবি ওই সমীক্ষক সংস্থাগুলির।

বিজেপির অবস্থা ভালো নয়!

বিজেপির অবস্থা ভালো নয়!

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, বিজেপির অবস্থা ভালো নয়। ষষ্ঠ দফার ভোটের পর বিজেপির হারের সম্ভাবনার আরও জোরালো হয়েছে বলে ইঙ্গিত ওই সংস্থাগুলির। মধ্যপ্রদেশ ও বিহারে এনডিএ-র অবস্থা ভালো নয় এবং পশ্চিমবঙ্গে ও ঝাড়খণ্ডেও বিজেপি এবার তেমন সুবিধা করতে পারবে না বলে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে।

English summary
Who are ahead after sixth phase election, a political analysis is done. CSEPR shows BJP is backward till now, seventh phase is very much important.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X