For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনৈতিক কাজের অভিযোগ সিইওর বিরুদ্ধে, নিরপেক্ষ তদন্ত হবে, জানালেন ইনফোসিসের চেয়ারম্যান

অনৈতিক কাজের অভিযোগ সিইওর বিরুদ্ধে, নিরপেক্ষ তদন্ত হবে, জানালেন ইনফোসিসের চেয়ারম্যান

Google Oneindia Bengali News

ফের বিতর্কে জড়াল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। এবার অভিযোগের আঙুল উঠেছে সিইওর বিরুদ্ধে। জানা গিয়েছে, স্বল্প মেয়াদী আয় এবং মুনাফার জন্য '‌অনৈতিক আচরণ’‌ করেছে সিইও। যদিও ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়েছে যে নিরপেক্ষ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে।

অনৈতিক কাজের অভিযোগ সিইওর বিরুদ্ধে, নিরপেক্ষ তদন্ত হবে, জানালেন ইনফোসিসের চেয়ারম্যান


তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইনফোসিস একটা বড় নাম। সংস্থার চেয়ারম্যান নন্দন নিলকানি মঙ্গলবার স্টক এক্সচেঞ্জের এক বিবৃতিতে জানিয়েছেন, সংস্থার অডিট কমিটি তাদের হুইসলব্লোয়ার নীতি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ ও তদন্ত করবে। একটি অজ্ঞাতনামা গোষ্ঠী নিজেদের ইনফোসিসের কর্মী পরিচয় দিয়ে ভারতের ওই তথ্যপ্রযুক্তি সংস্থায় অনৈতিক কাজকর্মের অভিযোগ তুলেছে। তাদের আঙুল মূলত সংস্থার সিইও সলিল পারেখ এবং সিএফও নীলাঞ্জন রায়ের দিকে।

তারা পর্ষদকে পাঠানো লিখিত অভিযোগে বলেছে, স্পল্প মেয়াদে আয় ও মুনাফা বাড়াতে বিভিন্ন নীতিবিরুদ্ধ কাজে মদত জুগিয়েছেন ওই দুই কর্তা। নিলকানি জানিয়েছেন, কমিটি স্বতন্ত্র ও বিশ্বাসযোগ্য অডিটরস ইওয়াই–এর সঙ্গে পরামর্শ শুরু করেছে এবং একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য শারদুল অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং–কে আইনি বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।

চেয়ারম্যানের বিবৃতি অনুযায়ী, সংস্থার বোর্ডের সদস্যরা এ বছরের ২০ ও ৩০ সেপ্টেম্বর অজ্ঞাতনামা অভিযোগ পায়। দু’পাতার চিঠিতে নিজেদের তাঁরা 'নৈতিক কর্মী’ হিসাবে বর্ণনা করেছেন। পরিচালন পর্ষদের জবাব না পেয়ে তাঁদের তরফে এক প্রতিনিধি ৩ অক্টোবর আমেরিকা ভিত্তিক 'হুইসলব্লোয়ার প্রোটেকশন প্রোগ্রাম’‌-এর দফতরে চিঠি দিয়ে এপ্রিল–সেপ্টেম্বর দু’টি ত্রৈমাসিকে ইচ্ছাকৃত ভুল তথ‌্য দেওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগ জানান।

ওই প্রতিনিধি জানান, গত ত্রৈমাসিকে ভিসা খরচের মতো বেশ কিছু খরচ অ‌্যাকাউন্টে দেখাতে নিষেধ করেছিল কর্তৃপক্ষ। যাতে লাভের অঙ্ক বেশি দেখানো যায়। সেই কথোপকথনের ভয়েস রেকর্ডিংও আছে। এছাড়াও অডিটর এবং পরিচালন পর্ষদের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ তথ‌্য লোকানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষত, ভেরিজন, ইনটেল–এর সঙ্গে যৌথ অংশিদারিত্ব, এবিএন অ্যামরো অধিগ্রহণে তথ‌্য গোপন করা হয়েছে। এদিকে, অনৈতিক কাজের অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রভাব পড়েছে সংস্থাটির শেয়ারের দামে। সোমবার মার্কিন শেয়ার বাজারে ইনফোসিস–এর শেয়ার মূল্য ১২ শতাংশ পড়ে যায়। মঙ্গলবার এই সংস্থার শেয়ার পড়ে যায় ১৬ শতাংশ। গত ছ’‌বছরে এই প্রথমবার ইনফোসিসের শেয়ার এত পড়েছে বলে জানা গিয়েছে। অস্বস্তিকর এই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছে সংস্থাটি।

English summary
The complaint was made by a group calling itself “ethical employees”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X