For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজো এবার ড্রাই, কিন্তু এখানে আধার দেখালে মিলবে পানের সুযোগ

বার বা পাবে ঢুকতে গেলে লাগবে আধার কার্ড। হায়দরাবাদে এই নিয়ম লাগু করে দিয়েছে তেলাঙ্গানা সরকার।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে বার বা পাবে ঢুকতে গেলে লাগবে আধার কার্ড। হায়দরাবাদে এই নিয়ম লাগু করে দিয়েছে তেলাঙ্গানা সরকার। সেরাজ্যের প্রহিবিশন অ্যান্ড এক্সারসাইজ দফতর প্রতিটি বার ও পাব মালিককে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে সেখানে ঢুকতে গেলে পরিচয়পত্র, বিশেষ করে আধার কার্ড দেখাতে হবে।

পুজো এবার ড্রাই, কিন্তু এখানে আধার দেখালে মিলবে পানের সুযোগ

বিশেষ করে নাবালকরা পাব বা বারে ঢুকে দেদার মধ্যপানে আসক্ত হয়ে পড়ে। যা আটকাতেই সরকার নতুন পদক্ষেপ করল বলে সূত্রের খবর।

সম্প্রতি এক সতেরো বছরের নাবালিকার খুনের ঘটনায় নেমে পুলিশ জানতে পারে তাঁরা শহরের একটি হোটেলে বসে মদ্যপান করেছিল। মেয়েটি নিয়মিত পাবে যাতায়াত করত বলেও পুলিশ জানতে পারে। তারপর থেকেই প্রশ্ন ওঠে কীভাবে নাবালক হয়েও পাবে ঢোকার অধিকার পায় এরা?

যারপরই তেলাঙ্গানার আবগারি দফতর পাব ও বার মালিকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। বলা হয়েছে, ২১ বছরের কমবয়সীদের পাবে প্রবেশাধিকার দেওয়া যাবে না। প্রবেশ করানোর সময় আধার কার্ড বা অন্য পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি এই ধরনের কমবয়সীদের জন্য পাব বা বারে যাতে আলাদা রেজিস্টার তৈরি করা হয়, সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
While entering Pub or Bar, you have to show your Aadhaar card details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X