For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সালে বাজেটে কোন কোন সেক্টর বেশি লাভবান হল, আর কারা হল না রইল তালিকা

২০২২ সালে বাজেটে কোন কোন সেক্টর বেশি লাভবান হল, আর কারা হল না রইল তালিকা

  • |
Google Oneindia Bengali News

আজ দেশের গুরুত্বপূর্ণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি অনেক বিষয়ের ওপর অনেক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশজুড়ে যখন করোনা মহামারি চলছিল সেই সময় ছোট ব্যবসা গুলির অনেক আঘাত এসেছে। যার ফলে দেশে বৈষম্যকে আরও প্রকট করেছে।

সামনেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশ-সহ পাঁচটি রাজ্য। যা নিয়ে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। আর এই বাজেটে অনেক জনসাধারণের প্রত্যাশা ছিল বেকারত্বের সমস্যাগুলি দূর হবে।

বাজটে অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থনীতির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে এই বাজেটে। তিনি অর্থনীতির বার্ষিক ব্যয়ের আকার ৩৯.৫ ট্রিলিয়ন টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। ফেডারেল বাজেট থেকে জানা গিয়েছে কোন কোন জিনিসে লাভবান হয়েছে, আর কোনটি হয়নি।

লাভবানের তালিকা


ইলেকট্রিক গাড়ি

ইলেকট্রিক গাড়ি

দেশের উচ্চ আশা প্রসারিত করার পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হল ইলেকট্রিক গাড়ি। বৈদ্যুতিক যানবাহনের নীতি বদলানোয় দেশ লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অমরা রাজা ব্যাটারি লিমিটেড সুবিধাভোগীদের আওতায় অন্তর্ভুক্ত হবে।

পরিবহন পরিকাঠামো

পরিবহন পরিকাঠামো

পরিববহন পরিকাঠামোর ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। শহরগুলিতে গণপরিবহন, দূরের রাস্তাতে ৪০০ টি নতুন ‘বন্দে ভারত' ট্রেনগুলি লারসন অ্যান্ড টুব্রো লিমিটেড, জিএমআর ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, কেএনআর কনস্ট্রাকশন লিমিটেড, আইআরবি ইনফ্রা লিমিটেড, কন্টেইনার- সহ গুরুত্বপূর্ণ কাঠামোয় উপকৃত হবেন মানুষ। পাশপাশি সুবিধা হবে অলকার্গো লজিস্টিকস লিমিটেড, কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনেরও।

ধাতু

ধাতু

জলের জন্য সরকার লজিস্টিক ব্যয় ৬০০ বিলিয়ন টাকা বরাদ্দ করেছে। এতে দেশের ধাতু উৎপাদকদের খুব উপকার হবে। উপকৃত হবে বেদান্ত লিমিটেড, টাটা স্টিল লিমিটেড ও জেএসডব্লিউ স্টিল লিমিটেড, জিন্দাল স্টেইনলেস লিমিটেড। পাইপমেকারস জৈন ইরিগেশন সিস্টেমস লিমিটেড, কেএসবি লিমিটেড।

 সৌর

সৌর

দেশে স্থানীয় উৎপাদন বাড়াতে সৌর মডিউলের খুব দরকার। যার জন্য দেশে ১৯৫ বিলিয়ন টাকা উৎপাদনের কাজে দেওয়া হবে। যাতে উপকৃত হবেন টাটা পাওয়ার লিমিটেড, সুজলন এনার্জি লিমিটেড, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড- সহ প্যানেল নির্মাতারা।

 সিমেন্ট, নির্মাণের ওপর জোর

সিমেন্ট, নির্মাণের ওপর জোর

দেশজুড়ে অল্প আয়ে যেসব মানুষ বাড়ি নির্মাণ করবে তাঁদের কথা ভেবে সরকার সিমেন্ট ও নির্মাণের ওপর জোর দিয়েছেন, যেমন- আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড, অম্বুজা সিমেন্টস লিমিটেড, বিড়লা কর্পোরেশন এবং এসিসি লিমিটেডের জন্য আরও চুক্তি করা হবে বলে জানিয়েছেন।

টেলকোস, ডেটা সেন্টার

টেলকোস, ডেটা সেন্টার

বাজেটে ৫ জি মোবাইল পরিষেবার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ২০২২ সালে ৫ জি পরিষেবায় টেলিকম সেক্টরকে উৎসাহিত করতে এমন ভাবনা। যেমন- ভারতী এয়ারটেল লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভোডাফোন আইডিয়া লিমিটেড, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, এইচএফসিএল লিমিটেড গুলি খুব উপকৃত হবে।

ডিজিটাল ফাইন্যান্স

ডিজিটাল ফাইন্যান্স

ভারতে ডিজিটাল আর্থিক পরিষেবার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পিবি ফিনটেক এলটিডি, পলিসি বাজার, পেটিএম, পয়সালো ডিজিটাল এলটিডি যা অ্যাপের মাধ্যমে ছোট ঋণ দিয়ে থাকেন।

প্রতিরক্ষা

প্রতিরক্ষা

প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করে এমন উথপাদনকারী সংস্থাগুলির জন্য ৬৮ শতাংশ সেক্টর ক্যাপেক্সের পরিকল্পনা করা হয়েছে। উপকৃত হবেন লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লি, জিউস নিউমেরিক্স, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড।

যেগুলি বেশি লাভবান হননি

রাষ্ট্র-চালিত ব্যাঙ্ক

রাষ্ট্র-চালিত ব্যাঙ্ক

দেশে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা। যার জন্য দেশের ঐতিহ্যবাহী ব্যাঙ্কিং পরিষেবার ওপর পরিবর্তন আসবে। দেশের প্রাচীন ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে বিশেষ ভাবে প্রভাবিত করবে বলে আশা করা যায়।

কয়লা ও তাপবিদ্যুৎ

কয়লা ও তাপবিদ্যুৎ

বতমানে বায়োমাস পেলেট ব্যবহার করার পরিকল্পনা করছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। যেগুলি বিশেষ নজর দারি চালাবে সেগুলি হল কোল ইন্ডিয়া লিমিটেড। সিঙ্গারেনি কোলিয়ারিজ কোং, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। এই কোম্পানিগুলি থেকে কয়লা আমদানি করা হয়।

মরিচা

মরিচা

স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয় ধাতুর দাম বৃদ্ধির কারণে। বাজেটে অ্যান্টি-ডাম্পিং ও কাউন্টারভেলিং শুল্ক কমানোর জন্য এমন পরিকল্পনা করা হচ্ছে। বড় উৎপাদনকারী জিন্দাল স্টেইনলেস লিমিটেড , টাটা মেটালিক্স লিমিটেডকে প্রভাবিত করবে।

অটোমোবাইল

অটোমোবাইল

গাড়ি কোম্পানির মালিকরা অর্থমন্ত্রীর কাছ থেকে তেমন সুযোগ পাননি। ১৯ টি সেক্টরের মধ্যে সব থেকে খারাপ প্রভাব অটোমোবাইলের ওপর। কোম্পানিগুলির হল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, টাটা মোটরস লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড

English summary
which sectors benefit from the union budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X