For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন পরবর্তী সময়! কোন শিল্প তাড়াতাড়ি ফিরবে, কাদের সময় লাগবে বেশি, একনজরে

করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। নির্দিষ্ট সময় পরে লকডাউন উঠবে। কিন্তু সঙ্গে সঙ্গে তখনই কি বাজার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সময় নেবে তা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। নির্দিষ্ট সময় পরে লকডাউন উঠবে। কিন্তু সঙ্গে সঙ্গে তখনই কি বাজার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সময় নেবে তা নিয়ে সমীক্ষা শুরু হয়েছে। শিল্পমহল জানাচ্ছে যেসব ক্ষেত্র মানুষের আচরণের ওপর নির্ভর করে, সেইসব ক্ষেত্রে পূর্বের অবস্থায় ফিরে আসতে সময় লাগবে। অন্যদিকে, যেসব ক্ষেত্র শুধুমাত্র সরকারের নির্দেশিকার জন্য বন্ধ রয়েছে, সেগুলি এই লকডাউন উঠলেই আগের মতোই কাজ শুরু করে দেবে।

বর্তমানে চালু শিল্প

বর্তমানে চালু শিল্প

ফার্মা, মেডিক্যাল, হেলথ ইক্যুইপমেন্ট এবং ডিজিট্যাল কম্পানিগুলি করোনা মহামারী হওয়ার পর থেকে ব্যবসায় বড় লাফ দিয়েছে। প্রাক্তন তথ্যপ্রযুক্তি সচিব আর চন্দ্রশেখর জানিয়েছেন, যেসব কম্পানি ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, সেগুলি ভাল ব্যবসা করছে। লকডাউন পরবর্তী সময়ে ই-কমার্স ও হোম ডেলিভারি আরও গুরুত্ব পাবে।

লকডাউন উঠলেই ঘুরে দাঁড়াবে যেসব শিল্প

লকডাউন উঠলেই ঘুরে দাঁড়াবে যেসব শিল্প

শিল্পমহলের কর্তারা বলছেন, লকডাউন উঠলেই পরিবহণ, স্টোরেজ, অয়্যারহাউজিং ব্যবসা খুব তাড়াতাড়ি ফিরে আসবে।

যেসব শিল্প মানুষের আচরণের ওপর নির্ভর করবে

যেসব শিল্প মানুষের আচরণের ওপর নির্ভর করবে

যেসব শিল্প মানুষের আচরণের ওপর নির্ভর করবে, সেগুলি হল পর্যটন, হোটেলে থাকা, বিদেশে যাওয়া শপিং মলে যাওয়া। লকডাউন উঠে যাওয়ারব পরে মানুষ কোনওভাবেই বেড়াতে যেতে চাইবেন না বলেই মনে করাব হচ্ছে। তাঁরা হোটেলেও থাকতে চাইবেন না। কেননা কে জানে, সেখানে আগে কে ছিলেন, সেই প্রশ্নউ ঘুরপাক খাবে মানুষের মধ্যে। এইসব শিল্পকে ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Which sector will take longer time, which sector set for bounce back after Corona lockdown is over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X