For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনিয়মের অভিযোগ তুলে সরব বিচারপতি রঞ্জন গগৈ আদৌ কি পাবেন প্রধান বিচারপতির আসন

প্রধান বিচারপতি দীপক মিশ্রের অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার কথা বিচারপতি রঞ্জন গগৈ-এর।কিন্তু'বিদ্রোহী'বিচারপতিদের দলে থাকায়,সেই পদে আদৌ তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

আগামি অক্টোবরে প্রধান বিচারপতি দীপক মিশ্রের অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার কথা বিচারপতি রঞ্জন গগৈ-এর। কিন্তু শুক্রবারে 'বিদ্রোহী' বিচারপতিদের দলে থাকায়, সেই পদে আদৌ তাঁকে দেখা যাবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।

বিচারপতি গগৈ আদৌ কি পাবেন প্রধান বিচারপতির আসন, উঠছে প্রশ্ন

শুক্রবার সুপ্রিমকোর্টের তিন বিচারপতিকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে তোপ দাগেন অন্যতম সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈ। বর্তমান প্রধান বিচারপতির বিরুদ্ধে বেঞ্চ তৈরি নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের নির্দিষ্ট কোনও বাধা-ধরা নিয়ম নেই। সংবিধানের ১২৪ নম্বর ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়ে বলা রয়েছে।

যদিও, ভারতে দশকের পর দশক ধরে, সিনিয়র মোস্ট বিচারপতিকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসানো হয়। সেই অনুযায়ী বিচারপতি রঞ্জন গগৈ-এর প্রধান বিচারপতির আসনে বসার কথা এবছরের অক্টোবরে।

সাধারণভাবে অবসর নিতে চলা প্রধান বিচারপতি, তাঁর পরবর্তী হিসেবে নাম সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে। সেক্ষেত্রে সিনিয়র মোস্ট বিচারপতির নামই তিনি সুপারিশ করেন।

কিন্তু বর্তমানে চলা বিতর্কের ক্ষেত্রে যদি প্রধান বিচারপতি মনে করেন, বিচারপতি রঞ্জন গগৈ-এর আচরণ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলবে, সেক্ষেত্রে তিনি অন্য কারও নাম সুপারিশ করতেই পারেন।

তবে, চলে আসা প্রথাকে ভাঙতে গেলে প্রতিষ্ঠানের নিজের নয়, সরকারের কাছ থেকেও সুপারিশ আসা জরুরি।

বিচারপতি গগৈ আদৌ কি পাবেন প্রধান বিচারপতির আসন, উঠছে প্রশ্ন

প্রথা ভেঙে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রথম ঘটনা ঘটে ১৯৭৩ সালে। সেই সময় তিন সিনিয়র বিচারপতিকে টপকে এএন রায়কে প্রধান বিচারপতির আসনে বসানো হয়।

১৯৭৭ সালে বিচারপতি এইচআর খান্নাই ছিলেন একমাত্র বিচারপতি যিনি, ১৯৭৫-৭৭-এ জরুরি অবস্থা জারি নিয়ে সরকারের পক্ষে মত দিয়েছিলেন। জরুরি অবস্থার সময় ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়েই মত দিয়েছিলেন এইচআর খান্না।

পরে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর পুরস্কারও পেয়েচিলেন। বিচারপতি এমএইচ বেগকে টপকে প্রধান বিচারপতির আসনে বসানো হয়েছিল এইচআর খান্নাকে। যদিও পরে তিনি ইস্তফা দিয়েছিলেন।

English summary
Whether Justice Ranjan Gogoi hurt his prospects to be next CJI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X