For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘‌যেখানে আছেন, সেখানেই থাকুন’‌ অযথা ভ্রমণ না করার পরামর্শ কেন্দ্রের

‘‌যেখানে আছেন, সেখানেই থাকুন’‌ অযথা ভ্রমণ না করার পরামর্শ কেন্দ্রের

Google Oneindia Bengali News

দেশজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। কেন্দ্র সরকারের এখন প্রধান কাজই হয়ে গিয়েছে এই রোগকে নিয়ন্ত্রণ করা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক থেকে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে যে, যাঁরা যেখানে আছেন সেখানেই থাকুন, অযথা প্রয়োজন ছাড়া ভ্রমণ করার দরকার নেই।

‘‌যেখানে আছেন, সেখানেই থাকুন’‌ অযথা ভ্রমণ না করার পরামর্শ কেন্দ্রের

বাড়িতে থাকুন অযথা সফর করবেন না

আইপিএল ও অন্য খেলার অনুষ্ঠান প্রসঙ্গে বিদেশ মন্ত্রক বলেন, '‌এই সময়ে কোনও ধরনের অনুষ্ঠান না করাই শ্রেয় কিন্তু যদি আয়োজকরা এটা করতেই চান তবে এটা তাদের সিদ্ধান্ত।’‌ বিদেশ মন্ত্রকের সহ সচিব ও সমন্বয়কারী (‌কোভিড–১৯)‌ দামু রবি বলেন, 'সরকারের এই মুহূর্তের উদ্বেগ হল করোনা ভাইরাসকে দমন ও নিয়ন্ত্রণ করা। অযথা আতঙ্কের কোনও কারণ নেই। আমরা ভারতীয়দের পরামর্শ দিয়েছি যে যেখানে যাঁরা আছেড় ওখানেই থাকুন এবং প্রয়োজন ছাড়া ভ্রমণ করবেন না।‌’‌ তিনি আরও বলেন, '‌আমরা বিমান সংস্থাদের জন্য কোনও নোটিশ জারি করিনি যে বিমান বাতিল বা হ্রাসের জন্য। এটা একেবারেই বাণিজ্যিক সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছি।’‌

এই সময় কোনও ধরনের খেলার অনুষ্ঠান না করাই শ্রেয়

খেলার অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, '‌আয়োজকদের ওপরই নির্ভর করছে তারা কি সিদ্ধান্ত নেবে। আমাদের পরামর্শ হল এই পরিস্থিতিতে কোনও খেলার আয়োজন না করা কিন্তু যদি সেটা তারা করতে চায় এটা তাদের সিদ্ধান্ত।’‌ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান যে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য চারটে দেশ থেকে সরকার সহায়তা পেয়েছে। তিনি বলেন, '‌আমরা ভুটান, ইরান, মলদ্বীপ ও ইতালি থেকে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক ও প্রতিরোধমূলক গিয়ার্সের সহায়তা পেয়েছি। আমরা এটি প্রক্রিয়াজাত করছি। এর আগে এ ধরনের সহায়তা চিন থেকে পেয়েছিলাম।’‌


ভারতে কম সংখ্যক পর্যটক আসছে

স্বরাষ্ট্র মন্ত্রকের সহ–সচিব অনিল মালিক জানিয়েছেন শেষ ২০দিনে ভারতে সফররত পর্যটকদর সংখ্যা ৪০ শতাংশ কমে গিয়েছে। দিন যত বাড়বে সংখ্যাটা আরও কমবে।

English summary
MEA spokesperson Raveesh Kumar said the government has received requests from four countries for assistance in arranging protective gears
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X