For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

শুধুমাত্র ৫০০ টাকার পুরনো নোট পেট্রোল পাম্প, সরকারি হাসপাতালের মতো জায়গায় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত লেনদেন করা যাবে। দেখে নিন কোথায় কোথায় পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন আপনি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুরনো নোট লেনদেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এর আগে ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরে প্রায় ১৬ দিন সময় দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে পুরনো নোট লেনদেনের। শুক্রবার থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের সঙ্গে ব্যাঙ্কের তথ্য আদানপ্রদানে আদতে লাভ হবে কালো টাকা কারবারিদেরই!

#Demonetisation : সর্বকালীন পতন, ডলারের সাপক্ষে ৭০ ছুঁইছুঁই টাকার মূল্য

অর্থাৎ পুরনো নোটে আপনি আর কিছু লেনদেন করতে পারবেন না বাজার থেকে। শুধুমাত্র ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর নতুন নোট ব্যাঙ্ক বা এটিএম থেকে তুলতে পারবেন। বাকী আর কোনও উপায়ে নোট লেনদেন করা যাবে না।

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

তবে জানানো হয়েছে, শুধুমাত্র ৫০০ টাকার পুরনো নোট পেট্রোল পাম্প, সরকারি হাসপাতালের মতো জায়গায় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত লেনদেন করা যাবে। দেখে নিন কোথায় কোথায় পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন আপনি।

  • টোল প্লাজা ও পেট্রোল পাম্পে পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন আপনি।
  • কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি, মিউনিসিপ্যাল অথবা স্থানীয় সরকারি স্কুলে মাসিক চাঁদা দেওয়া যাবে। তবে তা ২০০০ টাকার মধ্যে হতে হবে। [বাতিল কোটি কোটি টাকার নোট পাচার হয়ে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে, কিন্তু কেন?]
  • কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কলেজে পুরনো ৫০০ টাকার নোট দেওয়া যাবে।
  • কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কনজিউমার অপারেটিভ স্টোরে (যেমন মাদার ডেয়ারি) ৫০০০ টাকা পর্যন্ত পুরনো নোটে দেওয়া যাবে। তবে পরিচয়পত্র দেখাতে হবে। [জনধন যোজনায় ২১ হাজার কোটি টাকা জমা, শীর্ষে পশ্চিমবঙ্গ]
  • কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি দুধের বুথে পুরনো ৫০০ টাকার নোট লেনদেন করা যাবে।
  • সরকারি হাসপাতালে চিকিৎসার পরে সেখানে আপনি নোট বদল করতে পারবেন। এছাড়া চিকিৎসকের পেসক্রিপশন দেখিয়ে ফার্মাসিগুলি থেকে ওষুধ কেনা যাবে।পুরনো ৫০০ টাকা দিয়ে রেল টিকিট, সরকারি বাসের টিকিট, বিমানের টিকিট কাটতে পারবেন। শ্মশানঘাটে অথবা কবরস্থানে শেষকৃত্যের সময়ে পুরনো ৫০০ টাকা ব্যবহার করতে পারবেন।
  • এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। রেলে যাত্রা করতে করতে কেটারিং সার্ভিসে পুরনো নোট দিতে পারবেন।
  • আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে এমন সমস্ত স্মৃতিসৌধে টিকিট কাটতে পারবেন।
  • পুরসভা অথবা পঞ্চায়েতে কোনও ফি বা চার্জ অথবা কর পেনাল্টি দিতে হলে তা পারবেন।
  • পুরনো ৫০০ টাকার নোটে জল অথবা বিদ্যুতের বিল মেটাতে পারবেন। পুরনো বকেয়া অথবা বর্তমানে প্রদেয় অর্থ দিতে পারবেন। তবে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন না।
  • আদালতে ফি দিতে পারবেন পুরনো ৫০০ টাকার নোট দিয়ে।
  • এছাড়া সরকার পরিচালিত দোকানে গিয়ে শস্য বীজ কিনতে পারবেন পুরনো ৫০০ টাকা বদল করে।
English summary
Where You Can Use Old 500-Rupee Notes Now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X