For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চড়া দামে ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা? সুপ্রিম তোপে কেন্দ্র

চড়া দামে ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা? সুপ্রিম তোপে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

একদিকে যেমন প্রত্যহ সংক্রমণের তেজ বাড়াচ্ছে করোনা, তেমনই উল্টোদিকে গোটা দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে টিকাকরণ তরজা। এদিকে আগামী ১ মে থেকে গোটা দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্কদের জন্য করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এদিকে করোনার ভ্যাকসিনে কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির জন্য পৃথক দাম নির্ধারণ হয়েছে। যা নিয়েই এবার কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করল সুপ্রিম কোর্ট। সঙ্কটময় পরিস্থিতিতে কেন্দ্র সরকার কেন ১০০% ভ্যাকসিন কিনে নিচ্ছে না এদিন সেই প্রশ্নও করতে দেখা যায় শীর্ষ আদালতকে।

চড়া দামে ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা? সুপ্রিম তোপে কেন্দ্র

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এমন পরিস্থিতিতে টিকা, অক্সিজেন, জীবনদায়ী ওষুধ সহ একাধিক ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। এদিন সেই মামলার শুনানিতেই সুপ্রিম তোপের মুখে পড়ে কেন্দ্র। এদিকে ভারতে করোনার টিকা উৎপাদনকারী দুই সংস্থা সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির কাছে কী দামে টিকা বিক্রি করা হবে, তা ঘোষণা করে দিয়েছে। যাতে দেখা যাচ্ছে, কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারগুলিকে টিকা কিনতে হবে দ্বিগুণ বা তারও বেশি দামে। যা নিয়েই বাড়ছে চাপানৌতর।

এখন রাজনীতির সময় নয়, করোনা মোকাবিলায় কেন্দ্র–রাজ্য সমন্বয়ে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টেরএখন রাজনীতির সময় নয়, করোনা মোকাবিলায় কেন্দ্র–রাজ্য সমন্বয়ে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে ইতিমধ্যেই কিছু কিছু রাজ্য বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা করলেও সব রাজ্যের পক্ষে সামাল দেওয়া দুষ্কর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমতাবস্থায় কেন্দ্রের কাছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের প্রশ্ন এত বেশি টাকায় ভ্যাকসিন কেনার টাকা কোথায় পাবেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা ? অন্যদিকে করোনা টিকা উৎপাদন বৃদ্ধিতে কেন্দ্র কত বিনিয়োগ করেছে, তাও এদিন স্বচ্ছভাবে প্রকাশ করতেও বলা হয় সুপ্রিম কোর্টের তরফে।

English summary
supreme court has reprimanded the government for discriminating against the price of corona vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X