For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে ডাকবেন কঙ্গনাকে?‌ অভিনেত্রীর ভিডিও পোস্ট করে এনসিবিকে প্রশ্ন মহারাষ্ট্র কংগ্রেসের

কবে ডাকবেন কঙ্গনাকে?‌ অভিনেত্রীর ভিডিও পোস্ট করে এনসিবিকে প্রশ্ন মহারাষ্ট্র কংগ্রেসের

Google Oneindia Bengali News

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউড মাদক কাণ্ডে যেন এবার বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ডেকে পাঠায়। বুধবার এনসিবিকে এ কথা স্মরণ করিয়ে দিল মহারাষ্ট্র কংগ্রেস। কঙ্গনা এখন মুম্বইতেই রয়েছেন এবং তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রাগ লিঙ্কের তথ্য এনসিবিকে দেবেন বলেও জানিয়ে ছিলেন। কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে এনসিবি কবে কঙ্গনাকে সমন পাঠাচ্ছে।

কবে ডাকবেন কঙ্গনাকে?‌ অভিনেত্রীর ভিডিও পোস্ট করে এনসিবিকে প্রশ্ন মহারাষ্ট্র কংগ্রেসের


গত ৯ সেপ্টেম্বর এনসিবি গ্রেফতার করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে বলিউডের এই মাদক কাণ্ড উঠে আসে। এনসিবির পক্ষ থেকে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ অনেককেই সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনা রানাওয়াতের একটি পুরনো ভিডিও শেয়ার করা হয়, যেখানে তিনি নিজের '‌মাদক আসক্তি’‌ হওয়ার কথা স্বীকার করেছেন।

মহারাষ্ট্র কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্র সচিন সাওয়ান্ত বুধবার সকালে অভিনেত্রীর একটি ভিডিও টুইট করে বলেছেন, '‌প্রিয় এনসিবি, কঙ্গনা ফিরে এসেছেন!‌ এই ভিডিওর জন্য কবে কঙ্গনাকে ডেকে পাঠানো হবে?‌ ইতিমধ্যেই মোদী সরকার তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে রেখেছে। কঙ্গনা বলিউডের মাদক চক্র সম্পর্কে তথ্য দিতে চান। তিনি এখনও অপরাধের তথ্য লোকাচ্ছেন, যা একটি অপরাধও।’ সাওয়ান্ত এও জানিয়েছেন যে যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু অভিনেতাকে সমন পাঠানো হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কঙ্গনা রানাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে ডেকে পাঠানো হয়নি। তিনি বলেন, '‌করণ জোহর ও অন্যান্য ফিল্ম ব্যক্তিত্বদের পুরনো কেস ও মাদক যোগ রয়েছে এরকম ভিডিওর জন্য এনসিবি ডেকে জিজ্ঞাসাবাদ করে। তবে কেন কঙ্গনাকে রেহাই দেওয়া হচ্ছে, যেখানে তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি মাদক সেবন করতেন এবং তাঁর প্রাক্তন বন্ধু অধ্যয়ন সুমন, শেখর সুমনের ছেলে, তিনিও অভিযোগ করেছিলেন যে কঙ্গনা নিজেও মাদক নিতেন এবং তাঁকেও মাদক নিতে বাধ্য করতেন।’‌

মঙ্গলবার কঙ্গনা মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক ও মুম্বাদেবী মন্দিরে দর্শনের জন্য যান এবং টুইট করেন, 'আমার প্রিয় শহর মুম্বইয়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমায় যে কঠিনতার সম্মুখিন হতে হয়েছিল তা আমাকে অবাক করেছিল। আজকে আমি মুম্বা দেবী ও শ্রী সিদ্ধিবিনায়ক জির আশীর্বাদ নিতে যাই, আমি সুরক্ষিত, ভালোবাসা ও স্বাগত অনুভব করি। জয় হিন্দ মহারাষ্ট্র।’‌‌ ‌

আসাদউদ্দিনের মিমের প্রার্থী ঘোষণা! একুশেই বাংলার পর যোগী-মোদী-শাহের গড়ে আসাদবাহিনী আসাদউদ্দিনের মিমের প্রার্থী ঘোষণা! একুশেই বাংলার পর যোগী-মোদী-শাহের গড়ে আসাদবাহিনী


English summary
Kangana is back in Mumbai, the Congress reminded the NCB by tweeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X