For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে ইস্যুতে 'মোদী বাবা চল্লিশ চোর' বিশেষণে কেন্দ্রকে বিঁধল কংগ্রেস

রাফালে নিয়ে বিতর্ক থামার নয়। ফের একবার কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হল। ফের প্রকাশ্যে একে অপরকে বিঁধলেন বিজেপি-কংগ্রেস নেতারা।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে বিতর্ক থামার নয়। ফের একবার কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হল। ফের প্রকাশ্যে একে অপরকে বিঁধলেন বিজেপি-কংগ্রেস নেতারা। রাফালে বিতর্কে গান্ধী পরিবার ও রবার্ট বঢরাকে টেনে এনেছিল বিজেপি। পাল্টা কংগ্রেস বিজেপিকে আক্রমণ শানাল। সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা বলেন, দেশ আলি বাবা চল্লিশ চোরের গল্প শুনেছে। এবার জিজ্ঞাসা করছে, কবে মোদী বাবা চল্লিশ চোর জবাব দেবে।

রাফালে ইস্যুতে মোদী বাবা চল্লিশ চোর বিশেষণে আক্রমণে কং

নরেন্দ্র মোদীকে তোপ দেগে কংগ্রেসের বক্তব্য, আপনি কি আম্বানিদের প্রধানমন্ত্রী? কংগ্রেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে চুক্তি করে দিয়েছিল। তবে মোদী তা আম্বানিদের হাতে তুলে দিয়েছেন।

কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, ২০১৫ সালের ২৮ মার্চ রিলায়েন্সকে ঢোকানো হয়। ২৫ মার্চ ড্যাসল্ট সংস্থা হ্যালের সঙ্গে চুক্তির কথা জানায়। ৮ এপ্রিল বিদেশ সচিবালয় জানায় সেইসময়ে ফ্রান্স সফররত নরেন্দ্র মোদী রাফালে নিয়ে কোনও আলোচনা করেননি। অথচ পরে প্রধানমন্ত্রী ৩৬টি রাফালে বিমান কেনার কথা ঘোষণা করে দেন। এই বিষয়ে মনোহর পার্রিকর, অরুণ জেটলি ও নির্মলা সীতারমন কেউ কিছু জানতেন না। মাত্র দুজন জানতেন। তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাঁদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[আরও পড়ুন: আধার কার্ড থাকবে না বাতিল হবে! বুধবার রায় জানাবে সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: আধার কার্ড থাকবে না বাতিল হবে! বুধবার রায় জানাবে সুপ্রিম কোর্ট]

প্রসঙ্গত, রাফালে চুক্তি নিয়ে নয়া বিতর্ক উসকে গত সপ্তাহে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাঁদ জানান, তাঁদের কাছে বিকল্প কাউকে বেছে নেওয়ার রাস্তা ছিল না। কারণ ভারত অফসেট পার্টনার হিসাবে ড্যাসল্টের সঙ্গে কাজ করার জন্য রিলায়েন্সের নাম প্রস্তাব করেছিল।

[আরও পড়ুন: 'খেলা সবে শুরু, মোদী চোর তা প্রমাণ করবই', ফের বিতর্কিত দাবি রাহুল গান্ধীর][আরও পড়ুন: 'খেলা সবে শুরু, মোদী চোর তা প্রমাণ করবই', ফের বিতর্কিত দাবি রাহুল গান্ধীর]

৫৮ হাজার কোটি টাকার এই চুক্তি অনুযায়ী ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান ভারত কিনবে। ১০ এপ্রিল ২০১৫ সালে ওল্যাঁদের সঙ্গে আলোচনার পর নরেন্দ্র মোদী তা ঘোষণা করেন। সেই বিতর্কই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।

English summary
‘When will Modi Baba and Chaalis Chor answer’, Congress slams PM Modi and BJP on Rafale row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X