For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নস্টালজিয়া উস্কে সিমলায় কফি হাউসে মোদী, তারপর যা হল জানালেন টুইটে

হিমাচল প্রদেশে একসময়ে দলীয় কাজে প্রায়ই যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরও দলীয় কাজেই।

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশে একসময়ে দলীয় কাজে প্রায়ই যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরও দলীয় কাজেই। হিমাচলে বিজেপি-র নয়া মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান ছিল বুধবার। সেই উপলক্ষ্যে হিমাচলপ্রদশে পৌঁছন প্রধানমন্ত্রী। সকালে তিনি দলীয় কাজে ব্যস্ত থাকলেও বিকেলে স্মৃতির পথ পেরিয়ে ফের একবার কফিহাউসে পৌঁছে যান মোদী।

কফিহাউসের স্মৃতি

নিজের নস্টালজিয়াকে উস্কে বুধবার সিমলার বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউসে পৌঁছে যান প্রধানমন্ত্রী। গিয়ে চুমুক দেন কফির পেয়ালাতে। পুরনো স্মৃতি উস্কে এইভাবে কফি হাউসে পৌঁছে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় তাঁর কাছে, তা এক টুইট বার্তায় জানান মোদী।

প্রধানমন্ত্রীকে দেখতে ভিড়

খোদ প্রধানমন্ত্রী আসছেন বলে কথা। তাই সিমলার রাস্তায় তাঁকে দেখতে ভিড় জমান বহু মানুষ। রাস্তার দু'দিকে উপচে পড়ে জনসমুদ্র। সেছবিও টুইট করেন মোদী।

সকলের অনুষ্ঠান

বুধবার সকালে হিমাচলপ্রদেশের মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হিমাচল প্রদেশ পৌঁছন নরেন্দ্রে মোদী। এদিন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জয়রাম ঠাকুর।

গেরুয়া মঞ্চে চাঁদের হাট

জয়রাম ঠাকুরের শপথ গ্রহণ পাঠ তথা হিমাচল মন্ত্রীসভার শপথবাক্যপাঠ উপলক্ষ্যে সেখানে বিজেপি-র তাবড় নেতারা হাজির হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সেখানে ছিলেন লালকৃষ্ণ আদাবানী, দলীয় প্রেসিডেন্ট অমিত শাহ, উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

English summary
Prime Minister Narendra Modi on Wednesday took a coffee break at the iconic Indian Coffee House at Mall Road in Shimla. The Prime Minister was returning from oath taking ceremony of the new Bharatiya Janata Party government in Himachal Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X