For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটলকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন মোদী! পুরনো ভিডিওয়ে ধরা দিল দুই বিজেপি নেতার সম্পর্ক

বিজেপি হেডকোয়ার্টারে তখন সবেমাত্র ঢুকেছেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। সমর্থক, সদস্যদের ভিড়ে তখন পা ফেলার জায়গা নেই হেডকোয়ার্টারে।

  • |
Google Oneindia Bengali News

নিজের ভাষণে বহুবার অটলবিহারী বাজপেয়ীর লেখা বিভিন্ন উক্তি কিংবা কবিতার লাইন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুবার বহু সাক্ষাৎকারে মোদীর কথায়বার্তায় উঠে আসে অটলবিহারীর প্রসঙ্গ। অটলবিহারী বাজপেয়ীর প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধা সম্মানের বহু ঘটনাই প্রকাশ্যে এসেছে এযাবৎকালে। এবার এক পুরনো ভিডিওতে উঠে এল দুই কালের দুই প্রধানমন্ত্রীর সম্পর্ক।

অটলকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন মোদী! পুরনো ভিডিওয়ে ধরা দিল দুই বিজেপি নেতার সম্পর্ক

বিজেপি হেডকোয়ার্টারে তখন সবেমাত্র ঢুকেছেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। সমর্থক, সদস্যদের ভিড়ে তখন পা ফেলার জায়গা নেই হেডকোয়ার্টারে। হঠাৎই ভিড় ঠেলে ছুটে এলেন এক বিজেপি কর্মকর্তা। মুখে চাপ দাঁড়ি। তাঁকে দেখেই আনন্দে তাঁকে জাপটে ধরলেন অটলবিহারী। যাঁকে সেদিন জড়িয়ে ধরেছিলেন অটলবিহারী বাজপেয়ী তিনি ছিলেন নরেন্দ্র মোদী। কেইবা জানত, তিনিও একদিন হবেন দেশের প্রধানমন্ত্রী!এই বিরল দৃশ্য উঠে এসেছে এক পুরনো ভিডিওতে।

[আরও পড়ুন:অটল বিহারী রচিত গানের ভিডিওতে মন জয় করেন শাহরুখ, ফিরে দেখা বাজপেয়ীর কিছু অসামান্য কবিতা][আরও পড়ুন:অটল বিহারী রচিত গানের ভিডিওতে মন জয় করেন শাহরুখ, ফিরে দেখা বাজপেয়ীর কিছু অসামান্য কবিতা]

এদিন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রীতিমত শোকাহত হয়ে পড়েন নরেন্দ্র মোদী। যখন থেকে খবর আসতে থাকে যে অটলবিহারী বাজপেয়ীর অবস্থা অত্যন্ত সংকটজনক তখন থেকে বার বার এইমসে ছুটে গিয়েছেন নরেন্দ্র মোদী।

[আরও পড়ুন:প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আগামীকাল, শবযাত্রা ঘিরে কিছু তথ্য][আরও পড়ুন:প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আগামীকাল, শবযাত্রা ঘিরে কিছু তথ্য]

English summary
When Narendra Modi ran and hugged Atal Bihari Vajpayee, watch video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X