For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার এই ভাইরাল ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য, অন্তর্তদন্তে সামনে এল প্রকৃত ঘটনা

বুধবার কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী। সেদিন বেঙ্গালুরুতে শপথগ্রহণ উপলক্ষ্য়ে হাজির ছিলেন দেশের একাধিক রাজনৈতিক নেতারা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়এ।

Google Oneindia Bengali News

বুধবার কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী। সেদিন বেঙ্গালুরুতে শপথগ্রহণ উপলক্ষ্য়ে হাজির ছিলেন দেশের একাধিক রাজনৈতিক নেতারা। বিজেপি বিরোধী সমস্ত কটি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে সেদিন মঞ্চে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়, সেদিন কর্ণাটক পুলিশের ডিজিপি নীলমণি রাজুর সঙ্গে কথা বলছিলেন মেজাজে হারানো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মমতাকে অসম্মানিত হতে হয় বলেও খবর রটে। এরপরই পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে।

মমতার মেজাজ হারনোর ঘটনায় কর্ণাটকের ডিজি-র বদলি নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য

শপথগ্রহণ অনুষ্ঠানের পরবর্তী সময়ে শোনা যায় ডিজিপি নীলমণি রাজুকে বদলি করে দিয়েছে কর্ণাটকের নতুন কুমারস্বামী প্রশসান। খবর রটতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে কর্ণাটক প্রশাসন সূত্রে ওয়ান ইন্ডিয়া খবর পেয়েছে , এরকম কোনও বদলির নির্দেশ কুমারস্বামী সরকার দেয়নি। বরং ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে প্রশাসনের তরফে। এবিষয়ে ডিজি আইজি নীলমণি রাজুর কাছেই ঘটনার প্রেক্ষিতে উত্তর চাওয়া হয়েছে। ফলে নীলমণি রাজুর বদলির খবরের সত্যতা নেই বলেই দাবি কর্ণাটক প্রশাসন সূত্রের। প্রসঙ্গত, নীলমণি রাজু দেশের মধ্যে প্রথম মহিলা পুলিশ অফিসার যিনি একটি রাজ্যের পুলিশ প্রধান।

[আরও পড়ুন:কুমারস্বামীর শপথগ্রহণে সম্মানহানি মমতা বন্দ্যোপাধ্যায়ের! ভাইরাল হল ভিডিও][আরও পড়ুন:কুমারস্বামীর শপথগ্রহণে সম্মানহানি মমতা বন্দ্যোপাধ্যায়ের! ভাইরাল হল ভিডিও]

ওয়ান ইন্ডিয়ার অন্তর্তদন্তে উঠে এসেছে। কুমারস্বামীর শপথ গ্রহণের দিন বৃষ্টির জন্য বেঙ্গালুরুর ট্রাফিক ধীর গতিতে চলছিল। এদিকে,মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের আগে ছেড়ে দেওয়া হয় কর্ণাটকের রাজ্যপালের কনভয়। কারণ পুলিশের কাছে সেরকমই নির্দেশ ছিল। রাজ্যপাল ও কুমারস্বামীর নিরাপত্তা নিয়ে কোনও রকমের খামতি সহ্য করা হবে না বলে পুলিশী নির্দেশ ছিল। সেই মত প্রবল বৃষ্টিতে থমকে যাওয়া বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামের মধ্যে আগে ছেড়ে দেওয়া হয় সেরাজ্যের রাজ্যপাল বাজুভাই বালার কনভয়। এরপরই ক্ষুব্ধ মমতা গাড়ি থেকে নেমে যান। বৃষ্টিতেই শুরু করেন হাঁটতে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু করার প্রয়োজনই ছিল না।

পরে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঙ্গালুরুর চালুক্য সার্কেল থেকে বিধান সৌধ পর্যন্ত পায়ে হেঁটে আসতে বাধ্য করে পুলিশ। এমনই অভিযোগ ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল। প্রায় আধ ঘণ্টার মতো পায়ে হেঁটে তিনি শপথ গ্রহণ স্থলে পৌঁছন। মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে এলেও বেশকিছু ভিভিআইপি-দের একদম গাড়ি করে শপথগ্রহণস্থলের কাছে নামানো হয়। এইসব ভিভিআইপি-দের তালিকায় ছিলেন অন্যরাজ্যের কয়েক জন মুখ্যমন্ত্রী এবং সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নিয়ম হলে সবার ক্ষেত্রে এক হওয়া উচিত। আর বিশেষ করে তিনি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন তাঁকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভিডিও-তে ডিজিপি নীলামণি রাজুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়। আর তা নিয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

পরে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেগে গিয়েছেন তা বুঝতে পেরে এগিয়ে আসেন এইচডি দেবগৌড়া। এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিথিদের জন্য নির্দিষ্ট আসনে বসার ব্যবস্থা করে দেন।

English summary
When Mamata made a scene for nothing, here is what really happened.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X