For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষবার কবে ক্যামেরাবন্দি হন অটলবিহারী! অসুস্থতার পর কেমন কেটেছে তাঁর জীবন

২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হন অটল বিহারী বাজপেয়ী। তারপর থেকে অসুস্থতার জেরে তাঁর বাকযন্ত্রের সমস্যার জন্য কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি ।

  • |
Google Oneindia Bengali News

২০০৯ সালে হৃদরোগে আক্রান্ত হন অটল বিহারী বাজপেয়ী। তারপর থেকে অসুস্থতার জেরে তাঁর বাকযন্ত্রের সমস্যার জন্য কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি । শারীরিকভাবে খুবই দুর্বল হতে থাকেন অটলবিহারী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে আর সেভাবে কোনও জনসভা বা জনসমক্ষে দেখা যেত না।

কেমন ছিল অসুস্থতার সময়কাল

কেমন ছিল অসুস্থতার সময়কাল

মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানি থেকে তিনি অনেকদিন দূরে চলে গিয়েছেন। শারীরিক অবস্থা তাঁকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দেয়। অনুষ্ঠান তো দূরের কথা, সেভাবে জনসমক্ষে আসতে দেখা যায়নি অটলবিহারী বাজপেয়ীকে। সেজন্য শেষবার তিনি কবে ক্যামেরাবন্দি হন , তা নিয়েও রয়েছে ধন্দ্ব। কয়েকজন নিজের লোকের সঙ্গেই সময় কাটাতেই তিনি।

শেষবার কবে ছবি ওঠে

শেষবার কবে ছবি ওঠে

সময়টা ২০১৫ সাল। নয়াদিল্লির কৃষ্ণা মেনন মার্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বাংলোতে সেদিন তাঁকে 'ভারত রত্ন' সম্মান তুলে দিতে পৌঁছন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারই অসুস্থ অটলবিহারী বাজপেয়ীকে দেখা যায় ক্যামেরাবন্দী হতে।

 ভারত রত্ন যেভাবে দেওয়া হয়

ভারত রত্ন যেভাবে দেওয়া হয়

সাধারণত রাষ্ট্রপতি ভবনে প্রদান করা হয় ভারতরত্ন সম্মান। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অসুস্থতার কারণে তাঁকে তাঁর বাসভবনে এই সম্মান প্রদান করা হয়।

English summary
When Atal Bihari Vajpayee was photographed for the the last time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X