For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার মুখে ভুয়ো খবর নিয়ে সতর্ক হোয়াটসঅ্যাপ, এল নতুন নিয়ম

লোকসভা নির্বাচনের মুখে ভুয়ো খবর নিয়ে সতর্ক হোয়াটসঅ্যাপ। ভুয়ো খবর রুখতে 'চেকপয়েন্ট টিপলাইন' তৈরি করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের মুখে ভুয়ো খবর নিয়ে সতর্ক হোয়াটসঅ্যাপ। ভুয়ো খবর রুখতে 'চেকপয়েন্ট টিপলাইন' তৈরি করা হচ্ছে। সেখানে মানুষ তথ্যের সত্যতা যাচাই করে নিতে পারবেন। ভারতীয় মিডিয়া স্কিল স্টার্টআপ প্রোটো এই বিষয়টিকে সামনে এনেছে। একটি ডেটাবেস তাঁরা তৈরি করছেন যেটিকে চেকপয়েন্ট হিসাবে ব্যবহার করা যাবে যাতে নির্বাচনের সময় ভুয়ো খবর এড়ানো যায়।

লোকসভার মুখে ভুয়ো খবর নিয়ে সতর্ক হোয়াটসঅ্যাপ, এল নতুন নিয়ম

এই প্রকল্পটিকেই সাহায্য করছে হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছে তাঁরা। কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সন্দেহজনক পোস্ট শেয়ার করলেই প্রোটোর ভেরিফিকেশন সেন্টার জানিয়ে দেবে মেসেজটির গ্রহণযোগ্যতা রয়েছে কিনা।

সেখানেই জানিয়ে দেওয়া হবে তথ্যটি সঠিক, বেঠিক, বিতর্কিত নাকি অন্যকিছু। মঙ্গলবার থেকে ভারতের নাগরিকেরাও +91-9643-000-888 নম্বরে যোগাযোগ করে বিভিন্ন গুজব বা ভুয়ো খবর যাচাই করে নিতে পারবেন। টিপলাইনের কাছে কোনও সন্দেহজনক মেসেজ শেয়ার করলে তার সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখে জানিয়ে দেওয়া হবে।

ফেসবুক ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। গতবছরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণপিটুনি, ভুয়ো খবর প্রচুর ছড়ানো হয়েছে। যার ফলে প্রাণহানি পর্যন্ত হয়েছে। সেজন্য এখন একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষকে হোয়াটসঅ্যাপে মেসেজে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইংরেজি বাদেও হিন্দি, তেলুগু, বাংলা ও মালয়ালম ভাষায় ভুয়ো খবর ঠেকাতে চেকপোস্ট তৈরি হয়েছে।

আসন্ন লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য বা খবর রুখতে ভারত সরকার অনেক আগে থেকেই কড়া পদক্ষেপ করেছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হলে সরকার কড়া পদক্ষেপ করবে বলেও জানিয়েছে। যার ফলে সোশ্যাল মিডিয়াগুলি সতর্ক হয়ে এবার ভুয়ো খবর ঠেকাতে কোমর বেঁধে নেমে পড়েছে।

English summary
Whatsapp new rules before Lok Sabha Elections 2019, know in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X