For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তা বাড়াতে ডবল ভেরিফিকেশন কোড আনছে হোয়াটসঅ্যাপ, জানেন কি?

নিরাপত্তা বাড়াতে ডবল ভেরিফিকেশন কোড আনছে হোয়াটসঅ্যাপ, জানেন কি?

  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ ছাড়া কেউ চলতে পারে না। বর্তমানে কিন্তু অফিসের ক্ষেত্রেও এই অ্যাপস খুব গুরুত্বপূর্ণ। অনেক তথ্য এর মাধ্যমে আদানপ্রদান করা হয়। তবে, এর মাধ্যমে অনেক জালিয়াতির ঘটনা আমাদের সামনে এসেছে। এবার এই অ্যাপ আরও নিরাপদ হতে চলেছে। এবার কিন্তু একবারের লগইন করে হোয়াটসঅ্যাপ খুলবে না। এই অতিরিক্ত সুরক্ষা স্তর তৈরি করা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। তবে এই ফিচারটি কিন্তু সকলের জন্য নয়। তারা কারা পরছেন এই ফিচারের আওতায় জানেন? যারা অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের জন্য এই নতুন ফিচার আনছেন হোয়াটস অ্যাপ।

নিরাপত্তা বাড়াতে ডবল ভেরিফিকেশন কোড আনছে হোয়াটসঅ্যাপ, জানেন কি?

হোয়াটস অ্যাপ লগইনের সুবিধার জন্য একটি না দুটি ভেরিফিকেশন কোড ব্যবহার করা হবে। এগুলি জানা গিয়েছে WABetaInfo থেকে। সেখানে বলা আছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যখন অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করতে যান তখন একটি কোডের প্রয়োজন হয়। তখন ছয় সংখ্যা একটি কোড পুট করার পর সেটি চালু হয়। অনেক সময় এই কোডের জন্য অনেকেই প্রতারিত হতে হয়েছে। তবে এবার আর একটি নয় দুটি কোড ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। এটি ব্যবহারকারীদের নিরাপত্তা আরও সাহায্য করবে। একথায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে গেলে ব্যবহারকারীদের অতিরিক্ত ভেরিফিকেশন কোডের প্রয়োজন। খুব শীঘ্রই এই ব্যবস্থা করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এটি কিন্তু এই অ্যাপস ব্যবহারকারীদের সুরক্ষার জন্য জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে, এখানেই কিন্তু শেষ নয়। যদি অন্য কোনও ব্যবহারকারী অন্য কারোর অ্যাকাউন্টে লগইন করতে চান করেন তাহলে তা কিন্তু সংস্থা জেনে যাবেন। ডবল কোড আসার পর যদি কোন ব্যবহারকারী অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে তাঁকে একটি না দুটি কোড জানতে হবে, দ্বিতীয় কোডটি তাঁকে জানতে হবে। না হলে সেই ব্যক্তি কোন ভাবেই ওই অ্যাকাউণ্ট আক্সেস করতে পারবেন না। এর জন্য অনেক অসুবিধার সম্মুখীন থেকে অনেকেই বাঁচবেন।

English summary
whatsapp is bringing double verification code to increase security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X