For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো খবর রুখতে কাগজে বিজ্ঞাপন! ব্যবহারকারীদের টিপস হোয়াটসঅ্যাপের

হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে ভুয়ো খবর। এই অভিযোগের জবাব দিতে এবং ব্যবহারকারীদের সচেতন করতে কর্মসূচি নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে ভুয়ো খবর চিহ্নিত করতে বিজ্ঞাপনও দেয় তারা।

  • |
Google Oneindia Bengali News

হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে ভুয়ো খবর। এই অভিযোগের জবাব দিতে এবং ব্যবহারকারীদের সচেতন করতে কর্মসূচি নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে ভুয়ো খবর চিহ্নিত করতে বিজ্ঞাপনও দেয় তারা। ভুয়ো খবর ছড়ানো রুখতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞাপনে।

ভুয়ো খবর রুখতে কাগজে বিজ্ঞাপন! ব্যবহারকারীদের টিপস হোয়াটসঅ্যাপের

দেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় দায়ী করা হয়েছিল ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপকে। কেন্দ্রের তরফে বিষয়টি নিয়ে সতর্কও করা হয়েছিল তাদের। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। এরপর মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনে খবরের সত্যতা নির্ধারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বেশ কিছু সহজ টিপস দেওয়া হয়েছে।

তবে অভিযোগ নিয়ে সরকারকে জবাবও দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তার বলেছে, ভুয়ো খবব, ভুল খবর কিংবা কোনও উত্তেজনা তৈরি রুখতে পারে সরকার, সিভিল সোসাইটি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি একসঙ্গে কাজ করলে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করতে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যদি দেখা যায় কিছু যেটা সত্যি নয়, সঙ্গে সঙ্গে মানুষকে সতর্ক করতে হবে এবং সেই ভুয়ো খবর ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে।

কী ভাবে ভুয়ো খবরকে চিহ্নিত করা যাবে তার একটা ধারনা দিতে চেষ্টা করেছে হোয়টসঅ্যাপ কর্তৃপক্ষ

  • কোনও খবরকে দ্বিতীয়বার মিলিয়ে নিতে বলা হয়েছে। কোনও খবর কিংবা ছবি সম্পর্কে এমনই টিপস দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে।
  • কোনও খবরে, যতই রাগ কিংবা ক্ষোভ তৈরি হোক না কেন, মেসেজ শেয়ার করার আগে দ্বিতীয়বার চিন্তা করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • যদি খবরটির সূত্র সম্পর্কে জানা না থাকে, কিংবা সত্যতা যাচাই করা না যায় তাহলে সেই খবর শেয়ার করার আগে দুবার ভাবার পরামর্শ দেওয়া হয়েছে।
  • হোয়াটসঅ্যাপের তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে, কোনও ভুয়ো খবর ভাইরাল হলেও তার মানে এই নয় যে সেই খবরটা সত্যি।
  • হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, ভুয়ো খবর এবং গুজব নিয়ে সচেতন করতে ভারতে তারা প্রচারে নেমেছেন। যার প্রথম ধাপ হল খবরের কাগজে বিজ্ঞাপন।

ভারতে হোয়াটসঅ্যাপের কুড়ি কোটি ব্যবহারকারী রয়েছেন।

হোয়াটসঅ্যাপের তরফে সরকারকে জানানো হয়েছে যেধরনের গণপিটুনির ঘটনা ঘটেছে, তাতে তারাও মর্মাহত।

English summary
WhatsApp brought out full-page advertisement in leading newspapers to identify fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X