For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হবে? আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

গুরগাঁও, ২৪ জুন : জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করার জন্য এ সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে আবেদন জমা পড়েছে। হোয়াটঅ্যাপ নিষিদ্ধ করার সেই আবেদনই শুনানি হবে আগামী বুধবার। হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার যুক্তি হিসাবে নিরাপদ এনক্রিপশনকেই সামনে এনেছেন আবেদনকারী।[হ্যাক হওয়া আটকিয়ে আরও সুরক্ষিত হচ্ছে হোয়াটসঅ্যাপ]

হরিয়ানার আরটিআই কর্মী সুধীর যাদব সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানিয়েছেন, তাঁর যুক্তি, এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের যেকোনও রকমের মেসেজ আরও বেশি সুরক্ষিত করার ব্যবস্থা চালু হয়েছে। এতে সন্ত্রাসবাদীদের আরও বাড়বাড়ন্ত হবে। ['ব্যান' হতে চলেছে 'হোয়াটসঅ্যাপ'!]

ভারতে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হবে? আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে!

হোয়াটঅ্য়াপ ব্যবহারকারীদের চ্যাটে কথপোকথন, কল, মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস ম্যাসেজ কোনও কিছুই হ্যাক করা প্রায় এখন অসাধ্য হয়ে গিয়েছে। কারণ এই অ্যাপ্লিকেশনগুলির 'এনক্রিপ্টেড ডেটা' উদ্ধার করা সম্ভব হয় না। [চাপের মুখে পিছু হঠল কেন্দ্র, জানিয়ে দিল কোনও সোস্যাল মিডিয়ার ব্যক্তিগত বার্তায় সরকারি নজরদারি নয়]

সুধীর বাবুর দাবি, এই অ্যাপ্লিকেশনগুলিকে চলতে দেওয়া মানে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়া। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের বার্তা একে অপরের কাছে নিরাপদভাবে পৌঁছে দিতে পারবে জঙ্গিরা। আর তার 'এনক্রিপ্টেড ডেটা' উদ্ধার করা সম্ভব হয় না। [হোয়াটসঅ্যাপ এবার আপনার ওয়েব ব্রাউসারেও]

সুধীর বাবুর কথায়, "যদি কোনও গোপন খবর পেয়ে কোনও নির্দিষ্ট ব্যক্তির হোয়াসঅ্যাপে মেসেজে নজরদারি চালানোর কথা ভাবা হয়, এবং হোয়াটঅ্যাপের তরফে সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হয় তাহলে তা উদ্ধার করা যাবে না কারণ ডেক্রিপশনের কোনও আলাদা উপায়ই নেই।" [তরুণ-তরুণীদের হোয়াটসঅ্যাপ-ফেসবুক বন্ধ করতে চাইছে খাপ পঞ্চায়েত]

উল্লেখ্য সুধীর বাবুর আবেদনে সুপ্রিম কোর্ট সম্মতি জানালে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ।

English summary
WhatsApp Aiding Terrorists, Ban It, Supreme Court Told
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X