For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হোয়াটস অ্যাপ চ্যাটের ব্যাকঅ্যাপ গুগল ড্রাইভে সুরক্ষিত নয়

‌হোয়াটস অ্যাপ চ্যাটের ব্যাকঅ্যাপ গুগল ড্রাইভে সুরক্ষিত নয়

Google Oneindia Bengali News

হোয়াটস অ্যাপে কথোপকথনের ব্যাকঅ্যাপ নেওয়ার অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু সেটা বিপজ্জনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা সাধারণত তাঁদের চ্যাটগুলি, তা প্রয়োজন হোক বা অপ্রয়োজন, সেগুলির ব্যাকআপ নিয়ে রাখেন। সেইসব চ্যাটের ব্যাকঅ্যাপগুলি গিয়ে জমা হয় গুগল স্পেসে। যদিও গুগল ড্রাইভ স্পেস ভরে যাচ্ছে, সেটা উদ্বেগের নয়। বরং বেশি উদ্বেগের হল হোয়াটস অ্যাপ ব্যাক অ্যাপ মোটেও সুরক্ষিত নয়।

গুগল ড্রাইভে হোয়াটস অ্যাপ কথোপকথন সুরক্ষিত নয়

গুগল ড্রাইভে হোয়াটস অ্যাপ কথোপকথন সুরক্ষিত নয়

বলা হচ্ছে, অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের ব্যাকআপ যখনই গুগল ড্রাইভে সেভ হচ্ছে, তখন সেই চ্যাটগুলি (‌এনক্রিপশন)‌ গোপনীয়তা হারিয়ে ফেলছে। তাই পরবর্তী সময়ে আপনি যদি কোনও সংবেদনশীল কথোপকথন ব্যাকঅ্যাপ করতে চান গুগল ড্রাইভে, তবে মনে রাখবেন সেই কথোপকথনের গোপনীয়তা কিন্তু আর থাকবে না। এটাই অ্যানড্রয়েড ফোনের পুরো হোয়াটস অ্যাপের সবচেয়ে বড় সমস্যা। তবে ধন্যবাদ জানাতে হবে হোয়াটস অ্যাপকে যে তারা ক্রমাগত এ বিষয়ে কাজ করে চলছে। যাতে গুগল ড্রাইভে হোয়াটস অ্যাপের ব্যাকঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষিত থাকে।

পাসওয়ার্ড সুবিধা পাওয়া যাবে

পাসওয়ার্ড সুবিধা পাওয়া যাবে

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা শীঘ্রই গুগল ড্রাইভে হোয়াটস অ্যাপ ব্যাকঅ্যাপে পাসওয়ার্ডের সুবিধা পাবেন। যদিও এই পরিষেবা কবে থেকে উপলব্ধ হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি হোয়াটস অ্যাপ। হোয়াটস অ্যাপ বেটা ইনফোর পক্ষ থেকে জানা গিয়েছে, ‘‌এটা এখন প্রাথমিক স্তরে রয়েছে, তাই এখন বিষয়টি খুবই দুর্বল হয়ে রয়েছে কিন্তু এটা বোঝানোর জন্য যথেষ্ট যে আমাদের উদ্দেশ্যটা কি। আসলে এই ফিচারটা ব্যাকআপের গোপনীয়তাকে বজায় রাখবে পাসওয়ার্ডের সঙ্গে। আপনি এ বিষয়ে নিশ্চিত থাকবেন যে আপনার কথোপকথোন অন্যের হাতে যাবে না।'‌

অপ্রয়োজনে ব্যাকঅ্যাপ করবেন না

অপ্রয়োজনে ব্যাকঅ্যাপ করবেন না

তবে প্রয়োজনীয় কথাবার্তা বা দরকারি নথি ছাড়া অপ্রয়োজনে হোয়াটস অ্যাপ চ্যাট ব্যাকঅ্যাপ করার প্রয়োজন নেই। তাতে গুগল ড্রাইভের জায়গাই নষ্ট হয়। এমনিতেই হোয়াট অ্যাপের ছবি বা ভিডিও ফোন গ্যালারিতেই সেভ হচ্ছে। তাই অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও সংরক্ষণ করে না রাখাই শ্রেয়। ‌

English summary
whats app chats backup app is not protected on google drive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X