For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি হেরফেরে কোন জিনিস সস্তা হল, কোনগুলি হল দামী

দেশের আর্থিক দুরবস্থা কাটাতে মরিয়া মোদী সরকার এবার জিএসটিতে কাটছাট করল মোদী সরকার। আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Google Oneindia Bengali News

দেশের আর্থিক দুরবস্থা কাটাতে মরিয়া মোদী সরকার এবার জিএসটিতে কাটছাট করল মোদী সরকার। আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেশ কিছু জিনিসে জিএসটি কমানোয় সেগুলি সত্তা হয়েছে। হোটেলের ঘর, বাদাম দুধ, সেমি প্রেসিয়াস স্টোন, সহ একাধিক জিনিস সস্তা হয়েছে।

জিএসটি হেরফেরে কোন জিনিস সস্তা হল, কোনগুলি হল দামী

উ‌ৎসবের মুখে সস্তা হল বেশ কিছু জিনিস। জিএসটি কমানো হয়েছে হোটেলের ঘরের ভাড়ায়। যাতে করে পর্যটকরা বেশি সুবিধা পাবে। পর্যটনের মরশুমে লাভবান হবে তাঁরা। এছাড়াও জিএসটি কমানো হয়েছে আউট ডোর ক্যাটারিং, রেলের ওয়াগন ও কোচ, প্রতিরক্ষা সরঞ্জাম, পলিথিন ব্যাগ, ১০ থেকে ১৩ জন যেতে পারেন এমন গাড়ি, সেমি প্রেসিয়াস স্টোন, বাদাম দুধ, জিপ এসবেরই জিএসটি কমানো হয়েছে।

জিএসটি বাড়ানোয় যেসব জিনিসের দাম বাড়ছে। তার মধ্যে রয়েছে নরম পানীয় এবং কফি জাতীয় খাবারের জিএসটি বাড়ানো হয়েছে। যার কারণে দাম বাড়ছে এগুলির। ১৮ শতাংশ থেকে হাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে জিএসটি। জাহাজের জ্বালানি তেলের দাম বেড়েছে। রোলিং স্টকেরও দাম বেড়েছে।

প্রতিশ্রুতি রেখেছিলেন অর্থমন্ত্রী। গাড়ির বাজারের মন্দা কাটাকে গাড়ির জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি। ১০-১৩ জনের পরিবহনের মতো ক্ষমতা সম্পন্ন গাড়ির জিএসটি কমিেয়ছেন তিনি।

এতে কী নিয়ন্ত্রণে আসবে দেশে আর্থিক অবস্থা। সেটাই এখন দেখার। যদিও আশা করা হচ্ছে এতে কিছুটা হলেও বাজারে গতি আসবে।

English summary
What Will Get Cheaper And Dearer After The New GST Rate Changes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X