For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Election 2022: গুজরাতে কেমন হবে আপের ফলাফল, ভবিষ্যদ্বাণী অমিত শাহের

Gujarat Election 2022: গুজরাতে কেমন হবে আপের ফলাফল, ভবিষ্যদ্বাণী অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, এবার আপ গুজরাতে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর আপের দাবি তারা কংগ্রেসকে সরিয়ে সেই জায়গা নেবে। যদিও এইসব দাবি আর বিশ্লেষণকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপের চ্যালেঞ্জকে তিনি খারিজ করে বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের দল গুজরাতের নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারবে না। এছাড়াও তিনি গুজরাত বিজেপি ইউনিটের অ্যান্টি র‍্যাডিক্যালাইজেশন সেল গঠনের প্রশংসা করে বলেছেন, অন্য রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রও তা বিবেচনা করতে পারে।

বিজেপিকে বারে বারে বিশ্বাসের কারণ

বিজেপিকে বারে বারে বিশ্বাসের কারণ

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত শাহ গুজরাতে বারে বারে বিজেপির জয়ের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময় গুজরাতে সর্বাত্মক উন্নয়ন হয়েছে। তাছাড়াও নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী থাকার সময় তুষ্টিকরণের কোনও নীতিই ছিল না। এইসব কারণেই গুজরাতের জনগণ বারে বারে বিজেপিকে বিশ্বাস করেছে। প্রসঙ্গত বিজেপি গুজরাতে ক্ষমতায় রয়েছে টানা ২৭ বছর।

অভূতপূর্ব জয় পাবে বিজেপি

অভূতপূর্ব জয় পাবে বিজেপি

অমিত শাহ দাবি করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি গুজরাতে অভূতপূর্ব জয় পাবে। তিনি বলেছেন, গুজরাতের জনগণ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে আস্থা রেখেছেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। গুজরাতে ১ ও ৫ ডিসেম্বর, দুই দফায় নির্বাচন হতে যাচ্ছে। এই দুই দফার জন্য অমিত শাহ দিনে অন্তত ৫ টি করে জনসভা করছেন।

জাতীয় নিরাপত্তাও অন্যতম বিষয়

জাতীয় নিরাপত্তাও অন্যতম বিষয়

গুজরাতের নির্বাচনে জাতীয় নিরাপত্তা অন্যতম বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর প্রশ্ন দেশ সুরক্ষিত না থাকলে গুজরাত কীভাবে সুরক্ষিত থাকবে? তাই গুজরাতের বিধানসভা নির্বাচনে জাতীয় নিরাপত্তা একটি বড় বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। অমিত শাহ বলেছেন, সীমান্ত রাজ্য হওয়ায় গুজরাতের জনগণ জাতীয় নিরাপত্তার বিষয়ে সংবেদনশীল বলেও মন্তব্য করেছেন তিনি।

আপকে নিয়ে ভবিষ্যদ্বাণী

আপকে নিয়ে ভবিষ্যদ্বাণী

গুজরাতে বিধানসভা নির্বাচনে আপের লড়াই করা প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, প্রত্যেক দলেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। তবে আপকে গুজরাতের জনগণ গ্রহণ করবেন কিনা তা তাদের ওপরেই নির্ভর করছে। সঙ্গে অমিত শাহ বলেছেন, গুজরাতের মানুষের মনে আপের স্থান নেই। তিনি আরও বলেছেন, ফলাফলের দিনের জন্য অপেক্ষা করুন। সফল প্রার্থীদের তালিকায় আপের প্রার্থীরা স্থান পাবে না বলে দাবি আত্মবিশ্বাসী অমিত শাহের।
প্রসঙ্গত দুজরাতে কংগ্রেস বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হলেও আপ গুজরাতে আক্রমণাত্মক প্রচার চালিয়ে যাচ্ছে।

সংকটে রয়েছে কংগ্রেস

সংকটে রয়েছে কংগ্রেস

কংগ্রেসকে প্রধান বিরোধী দল বলে স্বীকার করে নিয়ে অমিত শাহ বলেছেন, এই দল এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গুজরাত তার বাইরে নয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতিবিদদের সবসময় কঠোর পরিশ্রমী হতে হয়। পাশাপাশি তিনি বলেন রাজনীতিতে টেকসই প্রচেষ্টা ফল দেয়।

শুভেন্দুর প্রতি মমতার 'সৌজন্যে’র অন্ত নেই! বিধানসভায় পুস্তিকা প্রকাশ করে দেখালেন প্রমাণশুভেন্দুর প্রতি মমতার 'সৌজন্যে’র অন্ত নেই! বিধানসভায় পুস্তিকা প্রকাশ করে দেখালেন প্রমাণ

English summary
What will be the results of AAP in Gujarat assembly election 2022, predicts BJP's Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X