নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিক বণ্টনের প্রক্রিয়া কী হতে চলেছে?
অগাস্টে ৩৭০ ধারা প্রত্যহারের পর জম্মু ও কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তাব পাশ করে কেন্দ্র। জম্মু ও কাশ্মীর পুনর্গঠনের সেই প্রস্তাব বাস্তবায়িত হতে চলেছে আজ। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে রাজ্যটির পৃথকীকরণ কার্যকর করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্র। সেই মতো আজ সরকারি ভাবে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণ কার্যকর করা হবে। সর্দার বল্লভ প্যাটেলকে সম্মান জানাতেই আজকের দিনে এই পৃথকীকরণ কারযকরের পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।

আধিকারিক বণ্টনে নতুন প্যানেল নিয়োগ কেন্দ্রের
রাজ্য ভেঙে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের নিয়োগ করতে প্যানেল গঠন করেছে কেন্দ্র। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আজ সপথ নিতে চলেছেন গিরীশ চন্দ্র মুর্মু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ নেবেন রাধা কৃষ্ণ মাথুর। এদিকে লেফটেন্যান্ট গভর্নররা সপথ নিলেও ক্যাডার বণ্টনের কাজ সম্পূর্ণ হয়নি এখনও। নতুন নিয়োগের ক্ষেত্রে বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে, 'অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডার'-কে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লেফটেন্যান্ট গভর্নর
দুই কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট আইএএস ও আইপিএস আধিকারিকের সংখ্যা ২৭৭ বলে জানা গেছে। আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে কোথায় তাঁরা থাকতে চান। তবে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা রয়েছে যে কোনও নির্দেশকে পর্যালোচনা করার। বদলির চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবেন লেফটেন্যান্ট গভর্নর।

বাকি রয়েছে পুলিশবাহিনীর বন্টণও
এদিকে সম্পূর্ণ হয়নি পুলিশ বাহিনীর বণ্টনও। যা বেশ কঠিন হতে চলেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ বিভাগে রয়েছেন ৮৪ হাজার পুলিশকর্মী। আধিকারিক রয়েছেন প্রায় ৪০ হাজার। বিশেষ পুলিশ আধিকারিক ও পুলিশ দু'টিই লাদাখে কম রয়েছে। কারণ লাদাখের জনসংখ্যা কম। সেই বন্টণ কার্যকর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লেফটেন্যান্ট গভর্নররা।