For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর নেওয়া যাবে বুস্টার ডোজ? কী জানাচ্ছে কেন্দ্র?

গতকাল শনিবার ভারতে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে ৬০ বছরের বেশি বয়সিদের ও স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে মোদীর এই ঘোষণার পর থেকেই সেই বুস্টার ডোজ

  • |
Google Oneindia Bengali News

গতকাল শনিবার ভারতে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে ৬০ বছরের বেশি বয়সিদের ও স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে মোদীর এই ঘোষণার পর থেকেই সেই বুস্টার ডোজ ঘিরে নানা প্রশ্ন সামনে আসছে। মোদী এই বুস্টার ডোজকে প্রিকশনারি ডোজ বলে উল্লেখ করেছেন।

দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর নেওয়া যাবে বুস্টার ডোজ

কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, করোনা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ৯ থেকে ১২ মাসের ফারাক থাকা উচিৎ। অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ থেকে ১২ মাস পর নিতে হবে বুস্টার ডোজ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ডের মধ্যে যে ফারাক রাখা হচ্ছে, তাতে টিকার কার্যকারিতা বাড়ছে।

একটি সূ্ত্র বলছে, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাজভাইজরি গ্রুপের তরফ থেকে ৯ থেকে ১২ মাসের ফারাকের কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট জনসংখ্যার ৬১ শতাংশের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আর প্রথম ডোজ নিয়েছেন ৯০ শতাংশ মানুষ।

গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে ৩২ লক্ষ ৯০ হাজার ৭৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। রবিবার সকালত ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, এর ফলে ভারতে মোট টিকাকরণ বেড়ে হয়েছে ১৪১.৩৭ কোটি।

শনিবার বড়দিনের সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন পাশাপাশি দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। বলা হয়েছে, আগামী বছরের ৩ জানুয়ারি সোমবার থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে টিকাকরণ শুরু হবে। এছাড়া, ৬০ বছরের বেশি বয়সীদের যাদের কো-মর্বিডিটি আছে, তাদের চিকিৎসকদের পরামর্শ মেনে বুস্টার ডোজের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রন্তের সংখ্যা পৌঁছে গেল ৪২২-এ। রিপোর্ট অনুযায়ী সবথেকে বেশি সংক্রমনের খবর এসেছে মহারাষ্ট্র থেকেই। সেখানে ১১০ জন ওমিক্রন আক্রান্ত বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রের পরেই দিল্লিতে ৭৯ জন ওমিক্রন আক্রান্ত, গুজরাতে ৪৯ জন, তেলেঙ্গানাতে ৩৮, কেরলে ৩৮, তামিলনাড়ুতে ৩৪, কর্ণাটকে ৩১টি করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে।

তবে প্রতি মুহূর্তে বদলাচ্ছে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা। একাধিক রাজ্য থেকে আসছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বুস্টার ডোজের দাবি উঠছিল। আর সেটাই মেনে নিল সরকার।

অন্যদিকে গিত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮৭ জন। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ২৪ ঘন্টায় ৭,০৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে গোটা দেশে গত ২৪ ঘন্টায় ১৬২ জনের মৃত্যুর খবর এসেছে।

English summary
what should be the gap between second dose and booster dose of covid vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X