For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনের পর নরেন্দ্র মোদী সরকার নিতে চলেছে আর কোন কোন বড়সড় পদক্ষেপ! সম্ভাব্য তালিকা

সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিক শাহ ঘোষণা করেছিলেন যে গোটা দেশে এনআরসি হবে। তার আগে অসমে এনআরসির জেরে উত্তরপূর্বে একাধিক উত্তেজিত পরিস্থিতি দেখা যায়। এরপরই দেশে আসে নাগরিকত্ব সংশোধনী আইন।

  • |
Google Oneindia Bengali News

সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে গোটা দেশে এনআরসি হবে। তার আগে অসমে এনআরসির জেরে উত্তরপূর্বে একাধিক স্থানে উত্তেজিত পরিস্থিতি দেখা যায়। এরপরই দেশে আসে নাগরিকত্ব সংশোধনী আইন। যা ঘিরে গত ১১ ডিসেম্বর থেকে উত্তপ্ত গোটা দেশ। দেশের একাধিক জায়গায় এই আইন ঘিরে বিরোধিতা দেখা যাচ্ছে। এরই মাঝে 'মোদী ২.০' সরকার আনতে চলেছে আরও বেশ কয়েকটি বিল।

ইউনিফর্ম সিভিল কোড বিল

ইউনিফর্ম সিভিল কোড বিল

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়েই বিজেপি তাদের দলীয় ইস্তেহারে জানিয়ে দিয়েছিল যে ইউসিসি থেকে শুরু করে সিএএ নিয়ে তাদের সরকার লড়বে। আর সেই প্রতিশ্রুতি মতো এবার সামনে পড়ে রয়েছে 'ইউনিফর্ম সিভিল কোড' নিয়ে পদক্ষেপ। বিজেপি মনে করে , সংবিধানের ৪৪ নং ধারায় বর্ণিত ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী যদি লিঙ্গের সাম্যতা না দেওয়া হয়,তাহলে ভারতীয় মহিলাদের নিরাপত্তা রক্ষা করা যাবেনা। ফলে ইউনিফর্ম সিভিল কোড ঘিরে ঐতিহ্য ও আধুনিকতার সম্মেলেন মোদী সরকার নয়া কোনও পদক্ষেপ নিতে পারে।

গোটা দেশে এনআরসি

গোটা দেশে এনআরসি

১৩০ কোটির দেশে এনআরসি হবে এটা আগেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার সেই মতো গোটা দেশে এনআরসির বন্দোবস্ত শুরু করতে চলেছে মোদী সরকার। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন -এর প্রক্রিয়া এবার দেশ জুড়ে পর্বের ভিত্তিতে চালু হবে।

সিঙ্গল ভোটার লিস্ট

সিঙ্গল ভোটার লিস্ট

সংসদীয় নির্বাচনের সঙ্গেই যাতে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন সংগঠিত করা যায়,তার কথা জানানো হয়েছিল বিজেপির লোকসভা ভোটের মেনিফেস্টোতে। এবার সেই পথে এগিয়ে যেতে চলেছে মোদী সরকার। এই বিষয়ে সমস্ত দলের সঙ্গে বৈঠক করেই নীতি নির্ধারিত হবে বলে খবর। এছাড়াও একাধিক ভোটার লিস্টের জায়গায় একটি মাত্র ভোটার লিস্টই লাগু করা থাকবে বলে জানা গিয়েছে।

প্রশাসনিক উন্নতি

প্রশাসনিক উন্নতি

'মিনিমাম গর্ভমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম গভর্ন্যান্স' এর বার্তা আগেই দিয়েছিলেন মোদী। আর সেই বার্তাকেই এবার কার্যকরী করতে চলেছে মোদী সরকার। এক একটটি মন্ত্রকের আওতায় বিভিন্ন বিভাগকে সংযুক্তিকরণ করে দেওয়া হবে। এতে দেশের উন্নয়নে নীতি নির্ধারণে সুবিধা হবে।

ভাষা ভিত্তিক লক্ষ্য

ভাষা ভিত্তিক লক্ষ্য

ভাষা ভিত্তিক বিষয়ের জন্য এবার ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করবে কেন্দ্র। ভাষাগত দিক থেকে যে সমস্ত পুরনো নথি পাওয়া যাচ্ছেনা ,তা উদ্ধারের চেষ্টা করবে সরকার। এছাড়াও সমস্ত ভাষায় বিভিন্ন লেখালিখি নিয়েও পর্যালোচনার জন্য এমন টাস্ক ফোর্স গঠন হবে।

জেলায় জেলায় বন্ধ নাগরিক পরিষেবা! পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একদিনজেলায় জেলায় বন্ধ নাগরিক পরিষেবা! পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একদিন

English summary
What's on Modi govt's plate after CAA,speculations over all india NRC and UCC .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X