For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদীরা চোর' মন্তব্য : 'ভুল কিছু বলিনি' আদালতে সাফাই রাহুল গান্ধীর

সব চোরের একই পদবী হয় - মোদী। এই মন্তব্য করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

'মোদী। সব চোরের একই পদবী কী করে হয়!' এই মন্তব্য করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী। সেই মামলার শুনানিতে হাজিরা দিয়ে রাহুল এদিন নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে বলেন - ভুল কিছু বলিনি। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর।

মোদীরা চোর মন্তব্য : ভুল কিছু বলিনি আদালতে সাফাই রাহুলের

রাহুল গান্ধীর আইনজীবী পরবর্তী শুনানিতে যাতে তাঁর মক্কেলকে হাজির না থাকতে হয় তার আবেদন করে রেখেছেন। যা আদালত মঞ্জুর করেছে।

গত মে মাসে রাহুলের বিরুদ্ধে মানহানি সংক্রান্ত ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা করেন বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী। সেখানে তিনি দাবি করেন, কংগ্রেস নেতারা সারা দেশে মোদী নামের লোককে অপমান করেছে। আদালত সেই অভিযোগ গ্রহণও করে।

প্রসঙ্গত, এপ্রিলের ১৩ তারিখ কর্ণাটকে লোকসভা নির্বাচনের প্রচারে এসে রাহুল বলেছিলেন, নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী... কীভাবে সকলের পদবী এক হয়? কীভাবে সব চোরের একই পদবী হয়? যা নিয়ে পরে মামলা হয়েছে।

[ মুর্শিদাবাদে তিনজন খুনের ঘটনায় জোর তৎপরতা পুলিশের][ মুর্শিদাবাদে তিনজন খুনের ঘটনায় জোর তৎপরতা পুলিশের]

English summary
What Rahul Gandhi has tried to say after pleaded not guilty in 'Modis are thieves' remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X