For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে আসার অঙ্গীকার করে ১৬তম লোকসভার শেষ ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ হল ১৬তম লোকসভার শেষ অধিবেশন। এবার পালা ১৭তম লোকসভা ভোটের।

  • |
Google Oneindia Bengali News

শেষ হল ১৬তম লোকসভার শেষ অধিবেশন। এবার পালা ১৭তম লোকসভা ভোটের। সেই ভোটের পর নতুন সরকার নির্বাচিত হয়ে আসবে। তার আগে এদিন শেষবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভাষণ ছিল মূলত ধন্যবাদ জ্ঞাপনের। তবে তার মাঝেও সুযোগ বুঝে রসিক প্রধানমন্ত্রী ছক্কা হাঁকালেন বেশ কয়েকবার। তবে সামগ্রিকভাবে সকলে ধন্য়বাদ জানিয়েই নিজের ভাষণ শেষ করেছেন প্রধানমন্ত্রী।

ফিরে আসার অঙ্গীকার করে ১৬তম লোকসভার শেষ ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর ভাষণ একনজরে

  • এই পাঁচ বছরের মেয়াদে সংসদ আগামী শতাব্দীর সেবা করেছে। সবমিলিয়ে ২২৩টি বিল পেশ হয়েছে। পাশ হয়েছে তার মধ্যে ২০৩টি।
  • এই সরকার কালো টাকা ও দুর্নীতি বিরোধী আইন বানিয়েছে। বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা ও আর্থিক অপরাধ করে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ধরে এনে আইনের সামনে পেশ করতে কঠোর আইন বানিয়েছে।
  • এই লোকসভায় ৪৪জন মহিলা সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন। যা আগে কোনওদিনও হয়নি।
  • এই সরকার জিএসটি বিল পাশ করেছে পাশ ১২টায়। তৎকালীন রাষ্ট্রপতিকে দিয়ে তার উদ্বোধন করিয়েছে।

  • আধার নিয়ে বিল তৈরি হয়েছে। এটি এমন একটি বিল যা নিয়ে সারা বিশ্ব জানার চেষ্টা করছে।
  • এই সরকার শত্রু সম্পত্তি বিল পাশ করেছে। দরিদ্র শ্রেণির জন্য বিল পাশ করেছে। সংসদদের টাকা বাড়ানো নিয়ে যে টিপ্পনী শুনতে হতো সেটারও স্থায়ী সমাধান করেছে এই সরকার।
  • আইন প্রণেতা সাংসদদের হাত ধরে এই সংসদ ১৪০০টির বেশি আইন বর্জন করেছে। যে আইন ইংরেজ আমল থেকে চলে আসছিল ও প্রাসঙ্গিকতা হারিয়েছিল।

  • এই সভায় বিপক্ষে বসে থাকা মল্লিকার্জুন খারগের সঙ্গে সবচেয়ে বেশি বিবাদ হয়েছে। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি লালকৃষ্ণ আডবাণী ও খারগে এতদিন ধরে সাংসদ হওয়ার পরও দীর্ঘক্ষণ সংসদে বসে থেকে সভার কথা শোনা নিয়েও অভিনন্দন জানান মোদী॥

  • নরেন্দ্র মোদীর ভাষণের পর লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও সংসদের অধিবেশনে শেষবার বক্তব্য রাখেন। সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে নিয়ে চলার কথা বলেন। এই লোকসভায় কোন জায়গা অপূর্ণ থেকে গেল, সেই জায়গায় যাতে আগামিদিনে পরের লোকসভার সাংসদরা কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করতে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
English summary
What PM Modi says in his last Lok Sabha speech before general elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X