For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টিকাকরণে দেশের জিডিপির কত শতাংশ খরচ হচ্ছে? কতটা চাপ পড়ছে রাজ্যগুলির উপর?

করোনা টিকাকরণে দেশের জিডিপির কত শতাংশ খরচ হচ্ছে?

  • |
Google Oneindia Bengali News

১ মে থেকে গোটা দেশজুড়েই শুরু হয়ে যাচ্ছে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের করোনা টিকাকরণ। এদিকে ইতিমধ্যেই দুই দেশীয় ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের নতুন দামও ঘোষণা করেছে প্রস্তুতকারক দুই সংস্থা। এমনকী এবার থেকে সরাসরি প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকেই সরাসরি ভ্যাকসিন কিনছে রাজ্য।

দেশের জিডিপির ০.৩৬% খরচ টিকাকরণে

দেশের জিডিপির ০.৩৬% খরচ টিকাকরণে

এদিকে দেশের ১৮ বছরের ঊর্ধে যারা আছেন তাদের করোনার টিকা দিতে খরচ পড়বে ৬৭,১৯৩ কোটি টাকা। আরও সহজ করে বললে এর জন্য দেশের জিডিপি-র মাত্র ০.৩৬% খরচ হবে বলে জানা যাচ্ছে। এই খরচের মধ্যে রাজ্যেগুলিকে দিতে হবে ৪৬,৩২৩ কোটি টাকা। ইন্ডিয়া রেটিংস এন্ড রিসার্চের একটি রিপোর্টে সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। অন্যদিকে জনসংখ্যান নিরিখে বাড়তি খরচের বোঝাও বইতে হচ্ছে একাধিক রাজ্যকে।

 রাজ্য জিডিপিৃর কত ব্যয় হতে পারে টিকাকরণে ?

রাজ্য জিডিপিৃর কত ব্যয় হতে পারে টিকাকরণে ?

এদিকে টিকাকরণের জন্য রাজ্য ভিত্তিক জিডিপি খরচ হিসাব করলে শীর্ষ তালিকায় থাকছে বিহার। বিহারের মোট জিডিপির মধ্যে খরচ হবে ০.৬০ শতাংশ। সেখানে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের খরচ হবে ০.৪৭ শতাংশ। ঝাড়খণ্ড ও মণিপুরের যথাক্রমে ০.৩৭ শতাংশ ও ০.৩৬ শতাংশ। অসমের খরচ হবে ০.৩৫ শতাংশ। মধ্যপ্রদেশ ও ওড়িশার ০.৩০ শতাংশ।

 টিকাকরণের জন্য কত খরচ করছে কেন্দ্র ?

টিকাকরণের জন্য কত খরচ করছে কেন্দ্র ?

এদিকে ১ মে থেকে শুরু হওয়া টিকাকরণের ফলে দেশের ১৩৩.২৬ কোটি মানুষের মধ্যে ৮৪.১৯ কোটি মানুষ করোনার টিকা পাবেন বলে জানা যাচ্ছে। এদিকে ৬৭.১৯৩ কোটি টাকা, যেটা করোনার টিকা দিয়ে মোট খরচ হবে তার মধ্যে ২০,৮৭০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার ব্যয় করবে বলে জানানো হয়েছে। এদিকে নয়া সিদ্ধান্ত অনুযায়ী টিকা উৎপাদক সংস্থাগুলি এবার তাদের উৎপাদিত টিকার ৫০% কেন্দ্রকে এবং ৫০% রাজ্যগুলি ও বেসরকারি হাসপাতালে বিক্রি করছে।

একনজরে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের নতুন দাম

একনজরে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের নতুন দাম

এদিকে নয়া ঘোষণা অনুযায়ী, ১ মে থেকে করোনার টিকা কোভিশিল্ডের এক একটি ডোজের দাম সরকারি হাসপাতাল থেকে নিলে পড়বে ৪০০ টাকা। যা এতদিন মিলছিল বিনামূল্যে। আর বেসরকারি হাসপাতাল থেকে নিলে জিএসটি এবং পরিষেবামূল্য সহ পড়বে প্রায় ৭০০ টাকা। যা এতদিন মিলছিল ২৫০ টাকায়। অন্যদিকে বেসরকারি হাসপাতালের কোভ্যাক্সিনের প্রতি ডোজ় কেনার কথা ১,২০০ টাকায়। রাজ্য ৬০০ টাকায়।

English summary
Find out how much the country's GDP is being spent on corona vaccination in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X