For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীনগরে গৃহবন্দি হওয়ার আগে দলের সাংসদদের কাশ্মীর থেকে কোন বার্তা দিয়েছিলেন মেহবুবা!

সাংসদদের কাশ্মীর থেকে কোন বার্তা দিয়েছিলেন মেহবুবা!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর তখন থমথমে , গোটা দেশ জল্পনার প্রহর গুনছে, আর সোমবার এরকমই এক মুহূর্তে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার। তার পর থেকেই
গোটা দেশের রাজনীতি তোলপাড় হয়। শ্রীনগরে কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করার পর তাঁদের গ্রেফতার করা হয়। আর এই রুদ্ধশ্বাস মুহূর্তের আগে নিদের সাংসদদের এক বার্তা দেন মেহবুবা।

 রাজ্যসভায় পিডিপি সাংসদদের কী বার্তা!

রাজ্যসভায় পিডিপি সাংসদদের কী বার্তা!

গ্রেফতারির আগে , কাশ্মীরের পরিস্থিতি আঁচ করে রাজ্যসভায় পিডিপি-র দুই সাংসদ মীর ফায়াজ ও নাসির আহমেদকে ইস্তফা দেওয়ার কথা বলেন নেত্রী মেহবুবা মুফতি, নয়তো পার্টি থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকি আসে শ্রীনগর থেকে। প্রসঙ্গত, রাজ্যসভায় ৩৭০ ধারা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন এই মীর ফায়াজরাই সংবিধান ছিঁড়ে দেন বিক্ষোভে। তবে সেই সময়ে আর নেত্রীর কথা মতো ইস্তফা দেননি মীর ফায়াজ ও নাসির আহমেদরা।

 কেন ইস্তফা দেননি তাঁরা?

কেন ইস্তফা দেননি তাঁরা?


মীর ফায়াজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইস্তফার দক্ষেপ একমাত্র তিনি দলের সুপ্রিমোর সঙ্গে কথা বলেই নেবেন। তবে সেই সময়ে যেহেতু মুফতি গ্রেফতার হন , ও কাশ্মীরে মোবাইল সংযোগে সমস্যা রয়েছে, তাই এখনও তিনি এই বিষয়ে কথা বলে উঠতে পারেননি।

সতর্ক বার্তায় মেহবুবা যা বলেন..

সতর্ক বার্তায় মেহবুবা যা বলেন..

সতর্কবার্তায় মেহবুবা মুফতি বলেন, ভারত সরকারের ইঙ্গিত খুবই স্পষ্ট । তিনি সাংসদদের বলেন, ভারত সরকার জম্মু ও কাশ্মীর নিতে চাইছে , কাশ্মীরিদের ইচ্ছার বিপক্ষে। এমন বার্তার পরই সাংসদদের ইস্তফার জন্য নির্দেশ দেন মেহবুবা। যদিও এখনও পর্যন্ত রাজ্যসভায় পিডিপি সাংসদদের ইস্তফাপত্র আসেনি।

English summary
What Mehbooba Mufti told PDP MPs before getting house arrest. Even as the clampdown of security forces continues in Kashmir Valley, there are reports trickling in that former Chief Minister Mehbooba Mufti wants her lawmakers to resign from the Rajya Sabha. Hours before her arrest in Srinagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X