For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের স্থানীয় সংবাদমাধ্যম কাদের এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষায়

কর্ণাটক বিধানসভা নির্বাচন এদিন শেষ হওয়ার পর সন্ধ্যায় দেশের প্রায় সবকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা নিজেদের সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভা নির্বাচন এদিন শেষ হওয়ার পর সন্ধ্যায় দেশের প্রায় সবকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা নিজেদের সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। কন্নড় ভাষার স্থানীয় সংবাদমাধ্যমও ভোট সমাপ্ত হওয়ার পরে নিজেদের বুথ ফেরত সমীক্ষা রেজাল্ট প্রকাশ করেছে। সেখানে কংগ্রেস-বিজেপি-জেডিএস এর মধ্যে কাদের স্থানীয় সংবাদমাধ্যম এগিয়ে রেখেছে তা জেনে নেওয়া যাক একনজরে।

বিজয়বাণী বুথ ফেরত সমীক্ষা

বিজয়বাণী বুথ ফেরত সমীক্ষা

কন্নড় সংবাদমাধ্যম বিজয়বাণীর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি একশোটির বেশি আসন পেতে পারে। তবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি ১০৫টি আসন পাবে বলে সমীক্ষায় উঠে এসেছে। কংগ্রেস পেতে পারে ৭৮টি আসন। জেডিএস পেতে পারে ৩৩টি আসন। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৬টি আসন।

সুবর্ণ বুথ ফেরত সমীক্ষা

সুবর্ণ বুথ ফেরত সমীক্ষা

সুবর্ণবাণী সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস সবচেয়ে বেশি আসন পাবে। সিদ্দারামাইয়ার দল পেতে পারে ১০৬-১১৮টি আসন। বিজেপি পেতে পারে ৭৯-৯২টি আসন। জেডিএস পেতে পারে ২২-৩০টি আসন। এবং অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১ থেকে ৪টি আসন।সুবর্ণবাণী সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস সবচেয়ে বেশি আসন পাবে। সিদ্দারামাইয়ার দল পেতে পারে ১০৬-১১৮টি আসন। বিজেপি পেতে পারে ৭৯-৯২টি আসন। জেডিএস পেতে পারে ২২-৩০টি আসন। এবং অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ১ থেকে ৪টি আসন।

টিভি ৯ কন্নড়

টিভি ৯ কন্নড়

টিভি কন্নড়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি একশোর বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি পেতে পারে ১০৩টি আসন। এছাড়া কংগ্রেস পেতে পারে ৮৬টি আসন। এছাড়া জেডিএস পেতে পারে ৩১টি আসন।

দিগ্বিজয় নিউজ বুথ ফেরত সমীক্ষা

দিগ্বিজয় নিউজ বুথ ফেরত সমীক্ষা

দিগ্বিজয় নিউজের বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছে। কংগ্রেস পেতে পারে ৭৬-৮০টি আসন। বিজেপি পেতে পারে ১০৩-১০৭টি আসন। জেডিএস পেতে পারে ৩১-৩৫ আসন। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৪-৮টি আসন।

English summary
What local kannada media predicts about Karnataka Assembly Election 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X