For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটল বিহারীর প্রয়াণে সবচেয়ে কাছের বন্ধু লালকৃষ্ণ আডবাণী কী বললেন

লালকৃষ্ণ আডবাণীকে সঙ্গে নিয়ে জনসংঘকে এগিয়ে নিয়ে যান অটল বিহারী বাজপেয়ী।

  • |
Google Oneindia Bengali News

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে জন সংঘের যোগ দেন অটল বিহারী বাজপেয়ী। সাংগঠনিক দিক থেকে অত্যন্ত প্রভাবশালী ও দক্ষ প্রশাসক অটল বিহারী খুব তাড়াতাড়ি জন সংঘের মুখ হয়ে ওঠেন। দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর পরে ১৯৬৮ সালে দলের জাতীয় সভাপতি হন তিনি। নানাজি দেশমুখ, বলরাজ মোদক, লালকৃষ্ণ আডবাণীকে সঙ্গে নিয়ে জনসংঘকে এগিয়ে নিয়ে যান তিনি। তাঁর অনেক আগে থেকেই আডবাণীর সঙ্গে বন্ধুত্ব অটলের। সিনিয়র ছিলেন, তবে বন্ধুর মতো মিশে কাঁধে কাঁধ মিলিয়ে দল ও দেশের হয়ে কাজ করেন।

অটল বিহারীর প্রয়াণে সবচেয়ে কাছের বন্ধু লালকৃষ্ণ আডবাণী কী বললেন

এদিন বাজপেয়ীর প্রয়াণের পর মুখ খুলেছেন বন্ধু লালকৃষ্ণ আডবাণী। প্রায় সাত দশকের বন্ধুত্বে আজ ছেদ পড়ল। আডবাণী বলেছেন, আমি শব্দ হারিয়েছি। কীভাবে শোকপ্রকাশ করব বুঝতে পারছি না। আজ আমরা সকলে দেশের অন্যতম সেরা রাষ্ট্রনেতার প্রয়াণে শোকাহত।

আডবাণী বলেছেন, আমার কাছে অটল বিহারী একজন সিনিয়র নেতার চেয়ে বেশি ছিলেন। বলা ভালো গত ৬৫ বছর ধরে তিনি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন।

বাজপেয়ী ও আডবাণী সবসময়ই কাছাকাছি ছিলেন। ১৯৮০ সালে আরএসএস-এর প্রচারক বাজপেয়ী দীর্ঘদিনের বন্ধু লালকৃষ্ণ আডবাণী, ভৈরো সিং শেখাওয়াতকে সঙ্গে নিয়ে বিজেপি তৈরি করেন। তিনি হন বিজেপির প্রথম সভাপতি। ডেপুটি হিসাবে ছিলেন আডবাণী।

১৯৮৪ সালের পরে ধীরে ধীরে অযোধ্যা ও রাম জন্মভূমি ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিকভাবে সারা দেশে বিজেপি ছড়িয়ে যায়। ১৯৯৫ সালে গুজরাত ও মহারাষ্ট্রে জয়ের পরে বিজেপি অনেক শক্তিশালী হয়ে যায়। ততদিনে বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দেয় বিজেপি। আর দলের সভাপতি বনে যান আডবাণী।

[আরও পড়ুন: বাজপেয়ী ছিলেন কুশল ও সংবেদনশীল সাংসদ ! প্রতিক্রিয়া সিপিএম নেতা হান্নান মোল্লার][আরও পড়ুন: বাজপেয়ী ছিলেন কুশল ও সংবেদনশীল সাংসদ ! প্রতিক্রিয়া সিপিএম নেতা হান্নান মোল্লার]

পরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে গিয়ে রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার সময়ও বলে গিয়েছিলেন, আডবাণী ও প্রমোদ মহাজনই আগামিদিনে তাঁর উত্তরসুরী হবেন। এদিন সেই বন্ধুত্ব ও সম্পর্কে ছেদ পড়ল।

[আরও পড়ুন: অটল বিহারী বাজপেয়ীর বাঙালি কন্যা ও পরিবার সম্পর্কে জানেন কি ][আরও পড়ুন: অটল বিহারী বাজপেয়ীর বাঙালি কন্যা ও পরিবার সম্পর্কে জানেন কি ]

English summary
What Lal Krishna Advani has said after hearing Atal Bihari Vajpayee's demise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X