For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে পানামা পেপার্স মামলার 'স্ট্যাটাস' কী, জানেন কি

ভারতে পানামা পেপার্স বিতর্কে বহু ভারতীয় সেলেবসদের নাম জড়িয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ তারপরে তদন্ত হবে।

  • |
Google Oneindia Bengali News

পানামা পেপার্স মামলায় জড়িয়ে পদ খোয়াতে হয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। শুক্রবার পাকিস্তানি সুপ্রিম কোর্ট নওয়াজের অপসারণের নির্দেশ দেয়। তারপরই বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে তাঁকে।

<span class=[আরও পড়ুন:পানামা পেপার্স কেলেঙ্কারি আসলে কী]" title="[আরও পড়ুন:পানামা পেপার্স কেলেঙ্কারি আসলে কী]" />[আরও পড়ুন:পানামা পেপার্স কেলেঙ্কারি আসলে কী]

এই পানামা পেপার্স বিতর্কেই পাঁচশো ভারতীয়র নাম রয়েছে বলে খবর। ভারতে পানামা পেপার্স বিতর্ক মাথাচাড়া দেওয়ার পরই একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিকে এই নিয়ে তদন্ত চালাতে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। একবছর আগে এই নিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেন আইনজীবী মনোহরলাল শর্মা। সেই দেখে কেন্দ্র ও সিবিআইকে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট।

ভারতে পানামা পেপার্স মামলার 'স্ট্যাটাস' কী, জানেন কি

মার্চ মাসে যৌথ তদন্তের আবেদন জানালে সুপ্রিম কোর্ট বলে, প্রথমে পানামা পেপার্স নিয়ে তৈরি রিপোর্ট দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আলাদা তদন্ত হবে কিনা। এক্ষেত্রে সিবিডিটি, আরবিআই ও অন্য আর্থিক সংগঠনগুলি মিলে যৌথ তদন্ত করা যেতে পারে বলে জানানো হয়েছিল।

ভারতে পানামা পেপার্স বিতর্কে বহু ভারতীয় সেলেবসদের নাম জড়িয়ে রয়েছে। এছাড়া বড় শিল্পপতিরাও সেই তালিকায় রয়েছেন। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলে তা নিয়ে তদন্ত বেশিদূর এগোচ্ছে না।

English summary
In India, a Multi Agency Investigation has been ordered for Panama Papers case by the Supreme Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X