For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনার ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল কবে আসবে! স্পুতনিক ও অ্যাস্ট্রাজেনেকা নিয়ে তথ্য

ভারতে করোনার ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল কবে আসবে! স্পুতনিক ও অ্যাস্ট্রাজেনেকা নিয়ে তথ্য

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনার ভ্যাকসিন(Corona Vaccine) আসা নিয়ে রীতিমতো কৌতূহল দেশের বিভিন্ন কোণে। একদিকে রাশিয়ার স্পুতনিক এবং অন্যদিক অক্সফোর্ডের ভ্যাকসিন, দুটি ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে রীতিমতো তুঙ্গে রয়েছে পারদ। একনজরে দেখা যাক, কোন ভ্যাকসিনের ট্রায়াল কতদূর এগিয়েছে।

স্পুতনিকের ট্রায়াল কবে শেষ হবে?

স্পুতনিকের ট্রায়াল কবে শেষ হবে?

ডক্টর রেড্ডির ল্যাবোরেটারিতে চলছে স্পুতনিকের ট্রায়াল। এখনও পর্যন্ত যা খবর তাতে রাশিয়ার এই ভ্যাকসিনের ট্রায়াল ২০২১ সালের মার্চে শেষ হবে। তারপরই ভারতে এই ভ্যাকসিন আসতে পারে।

অক্সফোর্ড ভ্যাকসিনের পরিস্থিতি

অক্সফোর্ড ভ্যাকসিনের পরিস্থিতি

ডিসেম্বরেই অক্সফোর্ডের ভ্য়াকসিন আসবে বলে এদিন সিরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা জানিয়েছেন। তবে আদার পুনাওয়ালা এটাও জানিয়েছেন যে অক্সফোরডের ভ্যাকসিনের ট্রায়াল শেষ হতে সম্ভবত জানুয়ারি হতে পারে। ফলে আপাতত কয়েক মাসের অপেক্ষা এই ভ্যাকসিন ঘিরে।

জাপানে ডিসেম্বরেই ভ্যাকসিন!

জাপানে ডিসেম্বরেই ভ্যাকসিন!

এদিনে ডিসেম্বরের মধ্যে দেশবাসীকে ভ্যাকসিন দিতে প্রস্তুতি নিচ্ছে জাপান। সেদেশে শিওনোজি অ্য়ান্ড কোংয়েএর হাত ধরে এই ভ্যাকসিন বাজারে আসবে বল খবর।

 এদিন ভারতে ভ্যাকসিন নিয়ে মোদী কোন বার্তা দেন?

এদিন ভারতে ভ্যাকসিন নিয়ে মোদী কোন বার্তা দেন?

এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সমস্ত ভারতবাসী ভ্যাকসিন পাবেন। তবে প্রথমে অবশ্যই ফ্রন্টলাইন ওয়ার্কারদের নিরাপদে রাখার কথা চিন্তা করে রেখেছে সরকার। আর তার সঙ্গে সঙ্গেই বাকিদেরও ভ্যাকসিন দেওয়া হবে।

গুরু-শিষ্য থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, একনজরে মোদী-কেশুভাই সম্পর্ক গুরু-শিষ্য থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, একনজরে মোদী-কেশুভাই সম্পর্ক

English summary
What is the situation of India's Coronvirus vaccine , know more
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X