For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়-বিজোড় নম্বরের গাড়ি নিয়মের যৌক্তিকতা কী, জানতে চাইল সুপ্রিম কোর্ট

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এতে নাকি দূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

Google Oneindia Bengali News

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর নিয়ম জারি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এতে নাকি দূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু সত্যিই কী তাই কেজরিওয়ালের কাছে এই নিয়ে যৌক্তিকতা জানতে চাইলেন কেজরিওয়াল সরকার। সুপ্রিম কোর্ট এদিন বলেেছ, িডজেল গাড়ি বন্ধ করার পিছনে একটা কারণ থাকে কিন্তু জোড়-বিজোড় নম্বরের গাড়ির নিয়ম চালু করার কারণ বুঝে উঠতে পারছে না আদালত।
বিচারপতি অরুণ মিশ্র জানিয়েছেন, এই নিয়ম জারি করায় সমস্যা পড়তে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। কেবল মাত্র ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেই এই নিয়ম কেন বলবৎ করা হয়েছে তিনি জানতে চেয়েছেন। শহরের অসংখ্য অটো, ট্যাক্সি, বাস চলছে সেক্ষেত্রে কোনও নিয়ম জারি করা হয়নি।

 জোড়-বিজোড় নম্বরের গাড়ি নিয়মের যৌক্তিকতা কী, জানতে চাইল সুপ্রিম কোর্ট

শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চললেই দূষণ বাড়বে এই যুক্তি মানতে নারাজ বিচারপতি অরুণ মিশ্র।
জোড়-বিজোড় সংখ্যার গাড়ির নিয়ম জারি করার পরেই বিজেপি সাংসদ বিজয় গোয়েল সেই নিয়ম ভাঙেন। তার জন্য ৪০০০ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। যদিও বিজয় গোয়েল একে নির্বাচনী চমক ছাড়া কিছু বলতে নারাজ। তাঁর দাবি এই নিয়ম চালু করার কোনও যৌক্তিকতাই নেই। কারণ পরিবেশকর্মীরাও নাকি এই নিয়মের ঘোর বিরোধী।

English summary
What is the logic behind the odd-even scheme SC ask Delhi Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X