For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সব ভ্যারিয়েন্টের মধ্যে কি ‘নিওকভ’ বেশি মারাত্মক, নতুন স্ট্রেন আসলে কী

নতুন স্ট্রেন নিওকভ আসলে কী

  • |
Google Oneindia Bengali News

আগেই চিনা বিজ্ঞানীরা করোনার স্ট্রেন 'নিওকভ’ নিয়ে সতর্ক করেছিলেন। ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি ও সংক্রমণের হার অনেক বেশি বলে জানিয়েছিলেন তাঁরা। এই নিওকভ ভ্যারিয়েন্ট MERS-CoV ভাইরাসের সাথে যুক্ত। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এই ভাইরাস SARS-CoV-2 এর ভ্যারিয়েন্টের প্রতিফল। আর এর কারণেই বিশ্বজুড়ে কোভিডের উদ্ভব।


‘নিওকভ’ উচ্চ ঝুঁকিপূর্ণ

‘নিওকভ’ উচ্চ ঝুঁকিপূর্ণ

রেসপিরেটরি সিন্ড্রোম MERS, যা করোনার প্রতিফল, এর বিষয়ে জানিয়েছিলেন চিনের উহান প্রদেশের বিজ্ঞানীরা। MERS-CoV সাথে নিওকভ ভ্যারিয়েন্ট সংযুক্ত হয়ে ঝুঁকি বাড়াচ্ছে। যার জেরে কোভিডের ক্ষেত্রে এই NeoCoV MERS উচ্চ ঝুঁকিপূর্ণ। যেখানে ৩ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ১জন করে আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন।

bioRxiv গবেষণায় কী তথ্য উঠে এল

bioRxiv গবেষণায় কী তথ্য উঠে এল

বায়োআরক্সিভ গবেষণায় দেখা যাচ্ছে, করোনার ডবল ডোজ নিলে মানুষ ভাইরাস থেকে রক্ষা পাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হল করোনা ভ্যাকসিনের কোভিডের টিকা নিলে কী ‘নিওকভ' ভ্যারিয়েন্ট থেকে মুক্তি মিলবে বিশ্ববাসীর? বিজ্ঞানীরা বলেছেন, এই বিষয়ে এখনও গবেষণা চলছে।

কেন দ্রুত ছড়াচ্ছে কোভিড

কেন দ্রুত ছড়াচ্ছে কোভিড

নিওকভ ভ্যারিয়েন্ট MERS-CoV ভাইরাসের সাথে যুক্ত। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। এই ভাইরাস SARS-CoV-2 এর ভ্যারিয়েন্টের প্রতিফল। আর এর কারণেই ক্রমশ ছড়িয়েছে পড়ছে করোনা।

রিপোর্টে উঠে এল এক নয়া তথ্য

রিপোর্টে উঠে এল এক নয়া তথ্য

bioRxiv একটি গবেষণায় দেখা গেছে, এই নিওকভ ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকার বাদুড়ের গোষ্ঠীর মধ্যে প্রথম শনাক্ত করা হয়েছিল। তারপর এটি প্রানীদের মধ্যে আসতে আসতে ছড়িয়ে পড়ে। PDF-2180-CoV এর ফলে মানুষ সংক্রমিত হতে শুরু করেছে।

 ‘নিওকভ’ থেকে কী রেহাই মিলবে!

‘নিওকভ’ থেকে কী রেহাই মিলবে!

এই ভ্যারিয়েন্ট মানুষের কোষে ভাইরাসের প্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন। যদিও কোভিড মানুষের শরীরে ঝুঁকিপূর্ণ। এটি আবার প্যাথোজেনের চেয়ে আলাদা। ACE2 রিসেপ্টরের সাথে প্যাথোজেন যুক্ত থাকে। এই নিওকভ ভ্যারিয়েন্ট শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বেশি ভাবে প্রভাবিত করে। এই প্রজাতি কখনই অ্যান্টিবডি বা প্রোটিন অণুগুলি রক্ষা করতে পারে না। বলে জানিয়েছেন উহান ইউনিভার্সিটি ও চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ বায়োফিজিক্সের বিজ্ঞানীরা।

 ডেল্টার থেকে ওমিক্রন বেশী ঝুঁকিপূর্ণ

ডেল্টার থেকে ওমিক্রন বেশী ঝুঁকিপূর্ণ

বর্তমানে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ছে। যার জেরে জেরবার হচ্ছে মানুষ। ডেল্টার থেকে ওমিক্রন বেশী ঝুঁকিপূর্ণ। কিন্তু এতে মৃতুর হার অনেক কম।

করোনার নতুন রূপ 'নিওকভ’ কতটা ঝুঁকিপূর্ণ, কী জানালেন উহান বিজ্ঞানীরাকরোনার নতুন রূপ 'নিওকভ’ কতটা ঝুঁকিপূর্ণ, কী জানালেন উহান বিজ্ঞানীরা

English summary
what is the coronavirus strain neocov corona new variant neo cov is more risky than others variant say scientist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X